বাংলাহান্ট ডেস্ক: সামুদ্রিক বাণিজ্যে বিনিয়োগের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। মুম্বইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এ অংশ নিয়ে ভারতকে বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসসহ দেশ-বিদেশের শীর্ষ ব্যবসায়ী ও সংস্থার কর্তারা। জাহাজ পরিবহন, বন্দর উন্নয়ন এবং সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত এই বৃহৎ অনুষ্ঠানে ভারতের সামুদ্রিক শক্তি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে ক্রমবর্ধমান নেতৃত্বের বার্তা দেন মোদী।
সামুদ্রিক বিনিয়োগের উদ্দেশ্যে বার্তা মোদীর (Narendra Modi):
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, সামুদ্রিক অর্থনীতি ভারতের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম স্তম্ভ। তাঁর দাবি, “ভারতের উপকূলীয় অঞ্চল বিস্তীর্ণ, রয়েছে কৌশলগত বাণিজ্য রুট, আধুনিক বন্দর ও সমৃদ্ধ সমুদ্র অর্থনীতি। তাই ভারত বিনিয়োগের জন্য যথার্থ বন্দর। দেশের সমুদ্রপথ বাণিজ্যের সম্ভাবনা সীমাহীন, তাই বিশ্বকে আহ্বান—ভারতে বিনিয়োগ করুন।” তিনি আরও জানান, সামুদ্রিক নীতি ও বন্দর ব্যবস্থাকে আরও উন্নত করতে কেন্দ্র নানা সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে।
মোদী (Narendra Modi) তাঁর বার্তায় ভারতের ঐতিহাসিক সামুদ্রিক ঐতিহ্যও স্মরণ করেন। তিনি বলেন, “বিশ্বের মানচিত্রে ভারত বরাবরই শক্তিশালী সামুদ্রিক জাতি হিসেবে পরিচিত। আমাদের জাহাজ নির্মাণ, সমুদ্রভিত্তিক বাণিজ্য ও নৌশক্তির ইতিহাস গর্বের। মারাঠা ও চোলদের নৌশক্তি তার উজ্জ্বল উদাহরণ। তাঁদের কৌশলী সমুদ্রপ্রশাসন ও বাণিজ্য ক্ষমতা ভারতকে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রস্থল করেছিল।” ইতিহাসের এই গৌরব তুলে ধরেই আধুনিক ভারতের সমুদ্র অর্থনীতিকে সামনে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে সরকার।
সংখ্যা-তথ্য তুলে ধরে মোদী (Narendra Modi) জানান, গত কয়েক বছরে ভারতের বন্দর সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বছরে ১৪০০ মিলিয়ন মেট্রিক টন কার্গো পরিচালনার ক্ষমতা ছিল, তা এখন বেড়ে হয়েছে ২৭৬২ মিলিয়ন মেট্রিক টন। বিশেষজ্ঞদের মতে, এই বহুগুণ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের কার্যকারিতা বেড়েছে, সময় সাশ্রয় হয়েছে এবং বন্দরগুলির দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। পাশাপাশি কার্গো জাহাজের সংখ্যা, সমুদ্রপথ ব্যবসার পরিসর এবং রপ্তানি-আমদানির প্রবাহও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন:Jio-Airtel-এর উড়ল ঘুম! BSNL-এর এই দুই প্ল্যানে দুর্দান্ত অফার, কম খরচে মিলছে বেশি ভ্যালিডিটি
‘ইন্ডিয়া মেরিটাইম উইক’ আন্তর্জাতিক বিনিয়োগকারী, সামুদ্রিক প্রযুক্তি বিশেষজ্ঞ ও বৈশ্বিক বাণিজ্য সংস্থাগুলির মিলনমঞ্চ হিসেবে পরিচিত। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ভারতের ব্লু ইকোনমিকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। মোদীর (Narendra Modi) পরিষ্কার বার্তা—“ভারতের সামুদ্রিক শক্তি শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎও। আধুনিক বন্দর, কৌশলগত অবস্থান ও নীতি-সহায়ক পরিবেশ—সব মিলিয়ে ভারত আজ বিশ্ববাণিজ্যের এক নতুন কেন্দ্র। এখনই সঠিক সময়—ভারতে এসে বিনিয়োগ করুন।” মুম্বইয়ের এই সম্মেলন একদিকে যেমন ভারতের সমুদ্র বাণিজ্যের ক্ষমতা প্রদর্শন করল, অন্যদিকে বৈশ্বিক বাজারে ভারতকে আরও বড় ভূমিকা নেওয়ার পথও প্রস্তুত করল।













