বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী জানান, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক দিনের জন্য মহিলারা পরিচালনা করবেন। মূলত, আন্তর্জাতিক নারী দিবসে অর্থাৎ ৮ মার্চকে ঘিরেই এই বিশেষ উদ্যোগ শুরু প্রধানমন্ত্রী মোদীর।
কি জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi):
মোদী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেবেন: “মন কি বাত”-এ প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “যেকোনও ক্ষেত্রের দিকে তাকালেই দেখতে পাবেন মহিলাদের অবদান কতটা ব্যাপক। এবার নারী দিবসে আমি একটি উদ্যোগ নিতে চলেছি। যা আমাদের নারী শক্তিকে উৎসর্গ করবে।”
On National Women’s Day, Hon’ble Prime Minister Shri @narendramodi Ji will dedicate his social media accounts to honor and celebrate inspiring women.#MannKiBaat #NationalWomensDay pic.twitter.com/t50384HgRN
— Rabi Narayan Naik (@RabiNaikBJP) February 23, 2025
তিনি (Narendra Modi) আরও জানান, “এই বিশেষ দিন উপলক্ষ্যে, আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন এক্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি একদিনের জন্য দেশের কিছু অনুপ্রেরণামূলক মহিলাদের হাতে তুলে দিতে চলেছি।”
আরও পড়ুন: জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদ ঘটল চাহাল-ধনশ্রীর! খোরপোষ হিসেবে দিতে হবে ৬০ কোটি টাকা?
কোন মহিলারা সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ওই মহিলারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন করেছেন, উদ্ভাবন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন। এমতাবস্থায়, আগামী ৮ মার্চ তাঁরা দেশবাসীর সঙ্গে তাঁদের কাজ ও অভিজ্ঞতা শেয়ার করবেন। যদিও প্ল্যাটফর্মটি আমার হবে, তবে, সেখানে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, তাঁদের চ্যালেঞ্জ এবং তাঁদের অর্জন নিয়ে কথা বলবেন।”
আরও পড়ুন: সহজ হবেনা জেতা! পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলগুলি করলেই বাজেভাবে ফাঁসবে টিম ইন্ডিয়া
মহিলারা কিভাবে অংশ নেবেন: প্রধানমন্ত্রী (Narendra Modi) মহিলাদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনি যদি এই সুযোগটি পেতে চান, তাহলে নমো অ্যাপে তৈরি করা বিশেষ ফোরামের মাধ্যমে, এই উদ্যোগের অংশ নিন এবং আমার এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বার্তাটি সারা বিশ্বে ছড়িয়ে দিন। তাই, এবারের নারী দিবসে, আসুন আমরা সবাই একত্র হই এবং উদযাপন করি, শ্রদ্ধা করি এবং অদম্য নারী শক্তিকে অভিবাদন করি।”