ব্রাজিল কংগ্রেসে হামলার ঘটনার তীব্র নিন্দা মোদির! দিলেন লুলাকে সমর্থনের আশ্বাসও

বাংলা হান্ট ডেস্ক : ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসে ট্রাম্প (Donald Trump) সমর্থকদের তাণ্ডবের স্মৃতি এখনও তাজা। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। ব্রাজিলিয়ান কংগ্রেস এবং ব্রাজিলের প্রেসিডেনশিয়াল প্যালেসে হামলা চালানোর অভিযোগে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। অভিযোগের তির ব্রাজিলের পূর্বতন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর (Jair Bolsonaro) সমর্থকদের বিরুদ্ধে। বিভিন্ন সরকারি মন্ত্রকের দফতর, এমনকি সুপ্রিম কোর্টেও হামলা চালিয়েছে বলসোনারো সমর্থকরা। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) এই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। গণতন্ত্রের প্রতি সম্মান দেখানোর বার্তাও এদিন দিলেন তিনি।

লুলা দা সিলভার সরকারের পাশে থাকার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে ট্যাগ করে নমো এক টুইট বার্তায় লেখেন, ‘ব্রাসিলিয়াতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঙ্গা ও ভাঙচুরের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। সবারই গণতান্ত্রিক ঐতিহ্যর সম্মান করা উচিত। আমরা ব্রাজিল সরকারকে আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি।’ অপরদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

brasil

ব্রাজিলের প্রতিবেশী চিলি, কলম্বিয়া এবং ভেনিজুয়েলা থেকেও উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন পরিস্থিতির ওপর নজর রেখেছেন। ব্রাজিলের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের সমর্থন রয়েছে। ব্রাজিলের গণতন্ত্র সহিংসতায় নড়ে যাবে না।’ মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনও টুইট বার্তায় এই হামলার নিন্দা জানান বলে খবর।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভাগ গ্রহণ করেন লুলা দা সিলভা। ব্রাজিলের প্রথা মেনে তাঁর হাতে প্রেসিডেনশিয়াল স্যাশ তুলে দেননি বলসোনারো। উল্টে লুলা শপথ নেওয়ার আগেই দেশ ছাড়েন বলসোনারো। জানা যাচ্ছে, আমেরিকার ফ্লোরিডায় আছেন তিনি। সেখানে অবস্থিত ডিজনিল্যান্ডের খুব কাছেই একটি বাড়ি ভাড়া করে রয়েছেন বলসোনারো। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন বলসোনারো। তবে তাঁর কাছে প্রমাণ ছিল না। ব্রাজিলিয়ান কংগ্রেস ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলার দায় বলসোনারোর ঘাড়েই চাপিয়েছেন প্রেসিডেন্ট লুলা। তবে লুলার সেই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন বলসোনারোও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর