অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরের উপর হামলায় ক্ষুব্ধ নমো! অজি প্রধানমন্ত্রীর কাছে নালিশ মোদির

বাংলা হান্ট ডেস্ক : একাধিকবার অস্ট্রেলিয়ায় হামলা হয়েছে হিন্দু মন্দিরে। ভাঙচুর হয়েছে মন্দিরের সম্পত্তিতে। তোলা হয়। খলিস্তানপন্থী (Khalistan) স্লোগানও। এ প্রসঙ্গেই এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমন ঘটনাকে দুঃখজনক বলেই ব্যাখ্যা করলেন তিনি।

ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি আলবানিজ (Australian PM)। তাঁর সামনেই শুক্রবার এই বিষয়টি তোলেন নমো। এরই সঙ্গে তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার করার আশ্বাস দিয়েছেন অ্যান্টোনি।

এদিন যৌথ সাংবাদিক বৈঠকে মোদি (PM Modi) বলেন, ‘অত্যন্ত দু:খের বিষয় যে গত কয়েক সপ্তাহের মধ্যে একাধিকবার অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিষয়টি অজি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি কথা দিয়েছেন, অস্ট্রেলিয়ায় যাতে ভারতীয়দের কোনও সমস্যা না হয়, তা গুরুত্ব সহকারে দেখবে অস্ট্রেলিয়া সরকার।’

এরই সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসা থেকে লগ্নি, প্রতিরক্ষা- সব ক্ষেত্রেই সম্পর্ক আরও জোরদার করা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেও আলোচনা হয়। মোদি বলেন, ‘দুই দেশের মধ্যে নিরাপত্তার সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহের শৃঙ্খলাও শক্তিশালী করা নিয়ে আলোচনা হয়।’

australia

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে বারংবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। ভিক্টোরিয়া (Victoria) প্রদেশের শিব বিষ্ণু মন্দিরে হামলা চালানো হয়। এছাড়াও মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরেও ভাঙচুর করা হয়। মেলবোর্নের অ্যালবার্ট পার্ক এলাকায় ইসকন মন্দিরের দেওয়াল লিখনে দেখা যায় ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ৮ মার্চ তিনদিনের ভারত সফর আমেদাবাদ আসেন। তিনি হোলির অনুষ্ঠানে অংশ নেন। মোদির সঙ্গে বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল ম্যাচ দেখেন বৃহস্পতিবার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর