নারীশক্তিকে সম্মান জানাতে বিশেষ উপহার মোদির! ২৫ লাখ ফ্রি সিলিন্ডার পাবে মা-বোনেরা

Published on:

Published on:

Narendra Modi Expands PM Ujjwala Scheme for more 25 Lakh Women

বাংলা হান্ট ডেস্কঃ নেক্সট জেনারেশন জিএসটি কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেছেন যে, এবার ২৫ লক্ষ মহিলা বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার (Free LPG Cylinder) পাবেন।

এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, যিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “এবার PM উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হল। নারীশক্তির জন্য ফের বড় উপহার! নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে ২৫ লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে PM Ujjwala সংযোগ পাবেন।”

পুজোর মুখে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সিদ্ধান্তে খুশি দেশের মা-বোনেরা

পুজোর মুখে কেন্দ্রের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে দেশের মা-বোনদের মুখে। মন্ত্রী হরদীপ সিংয়ের মতে, এই পদক্ষেপ মা ও বোনদের সম্মান ও ক্ষমতায়নের জন্য। এই ঘোষণার কার্যকর হলে দেশে উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে ১০.৬০ কোটি হবে। কেন্দ্র সরকার বিনামূল্যে প্রতিটি সংযোগের সুবিধা দিতে খরচ করবে ২,০৫০ টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীরা বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার, গ্যাসের ওভেন, রেগুলেটরসহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী।

মন্ত্রীর হরদীপ সিং বলেন, “পৃথিবীতে দেবী মায়ের শক্তি নারীর রূপে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতিতেও নারীরা শক্তির মূর্ত প্রতীক। নবরাত্রির সময় আমরা মা দুর্গার নয়টি রূপের পূজা করি, যা নারী শক্তির প্রতীক। মোদিজির (Narendra Modi) পরিকল্পনাগুলোতেও এই একই চেতনা স্পষ্ট।”

Narendra Modi Expands PM Ujjwala Scheme for more 25 Lakh Women

আরও পড়ুনঃ পুজোর মুখে রেকর্ড বৃষ্টি! জলমগ্ন কলকাতা নিয়ে জনতাকে বিশেষ বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে চালু হওয়া ‘উজ্জ্বলা প্রকল্প’ সমাজকল্যাণের একটি বিশাল উদ্যোগ। এটি ভারতের অন্যতম প্রভাবশালী সমাজকল্যাণমূলক কর্মসূচি। এটি শুধু রান্নাঘর আলোকিত করেনি, বরং পুরো পরিবার, মা ও বোনদের ভবিষ্যতকেও আলোকিত করেছে। বর্তমানে কেন্দ্র সরকার গ্যাস সিলিন্ডারের জন্য ৩০০ টাকার ভর্তুকি দিচ্ছে, ফলে ১০.৩৩ কোটি উজ্জ্বলা পরিবার মাত্র ৫৫৩ টাকায় সিলিন্ডার রিফিল করতে পারছে।