রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার দাবি, শান্তি বজায় রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আবহে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মন্তব্য করে মোদী স্পষ্ট জানান, সংঘর্ষ থামানোর একমাত্র কার্যকর পথ কূটনীতি। আন্তর্জাতিক মঞ্চে শান্তি ফেরাতে চলমান কূটনৈতিক উদ্যোগগুলিকে আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

পুতিনের বাসভবনে হামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ ‘বন্ধু’ মোদী (Narendra Modi)

সোমবার এক্সে করা পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, চলতি কূটনৈতিক প্রচেষ্টাই যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বাস্তব পথ। তিনি সব পক্ষকে সংযম বজায় রাখার এবং এমন কোনও পদক্ষেপ না করার আবেদন জানান, যা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করতে পারে বা সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন:‘শ্রীচৈতন্য’ হয়ে কুড়িয়েছেন প্রশংসা, তবুও নিজের ব্যর্থতায় হতাশ দিব্যজ্যোতি

এর মধ্যেই রাশিয়ার তরফে বিস্ফোরক দাবি সামনে এসেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের প্রায় ১০০টি দূরপাল্লার ড্রোন পুতিনের দেশের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছিল। ঘটনাটি ঘটে রাজধানী মস্কোর উত্তরে নভগোরোদ অঞ্চলে, রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে। রাশিয়ার দাবি অনুযায়ী, এই হামলার উদ্দেশ্য ছিল উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং কূটনৈতিক উদ্যোগে বিঘ্ন ঘটানো।

রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ টেলিভিশনে দেওয়া বিবৃতিতে জানান, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত ড্রোন সফলভাবে প্রতিহত করেছে এবং কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, লাভরভের অভিযোগ, শান্তি উদ্যোগ ভেস্তে দিতেই এই হামলার চেষ্টা করেছে ইউক্রেন। তিনি বলেন, এই ঘটনার জবাবে কবে এবং কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাশিয়া নিজের কাছে রাখছে। তবে একই সঙ্গে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা চালু থাকবে।

Modi expresses concern over an attack on Putin's residence.

আরও পড়ুন:উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ৭

এই ঘটনার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, পুতিন নিজে ফোন করে তাঁকে হামলার বিষয়টি জানিয়েছেন এবং এই খবর শুনে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। যদিও ট্রাম্প একই সঙ্গে স্বীকার করেন, এই দাবি পুরোপুরি সঠিক নাও হতে পারে এবং এমনও হতে পারে যে আদৌ কোনও হামলা হয়নি। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক পথে শান্তি ফেরানোর আহ্বান আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন কূটনীতিক মহল।