ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই জরুরী বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদী, দিলেন বড় বার্তা

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় (cyclone yaas) কোমর বেঁধে লেগে পড়েছে কেন্দ্র সরকারও। বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপ আজই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হওয়ার আগাম সংকেত দিয়েছে আবহাওয়া দফতর (weather office)। সেইমত ঝড় মোকাবিলার ক্ষেত্রে রবিবারই এক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকরা। সেইসঙ্গে উপস্থিত ছিলেন টেলিকম, বিদ্যুত, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরাও।

cyclone tauktae mumbai coast

বৈঠকে সকল আধিকারিকদের স্থানীয় ভাষায় সতর্কতা প্রচারের উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা এবং ওড়িশার আশঙ্কাজনক স্থান থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া, সমুদ্র উপকূলবর্তী সমস্ত কাজ বন্ধ রাখারও বার্তা দেওয়া হয়েছে। ঝড় পরবর্তীতে টেলিকম, বিদ্যুৎ বিভাগের সচিবদের দ্রুতই পরিষেবা স্বাভাবিক রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিপর্যয় মোকাবিলার স্বার্থে মোতায়েন থাকা ৪৬ টি এনডিআরএফ দলের মধ্যে ১৩টি দল আজই বিভিন্ন এলাকা পরিদর্শনে লেগে পড়েছে। অন্যদিকে হেলিকপ্টার এবং জাহাজ নিয়ে প্রস্তুত রয়েছে ভারতীয় উপকূলরক্ষী ও ভারতীয় নৌবাহিনীও।

রবিবার বৈঠকের সমস্ত বিষয় নিজেই ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে তিনি লেখেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানানো হয়েছে’।

তিনি আরও লেখেন, ‘নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার কোভিড-১৯ এ সংক্রমিতদের চিকিৎসায় যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের নিরাপত্তা ও কল্যাণ কামনা করি’।


Smita Hari

সম্পর্কিত খবর