আফ্রিকার মাটিতে প্রথম G20 সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের ওপর জোর মোদীর! দিলেন এগিয়ে চলার মন্ত্র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: জি-২০ সামিটের মঞ্চ থেকে বৈশ্বিক শান্তির বার্তা মোদির (Narendra Modi)। দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে শুরু হয়েছে প্রথম আফ্রিকা-আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলন। সেই ঐতিহাসিক মঞ্চেই বৈশ্বিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের পক্ষে জোরালো সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, বহু অঞ্চল দীর্ঘদিন ধরে সম্পদের বঞ্চনা, জলবায়ু বৈষম্য ও পরিবেশগত ভারসাম্যহীনতার শিকার। তাই তাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে নতুন নীতি ও যৌথ উদ্যোগ প্রয়োজন।

জি-২০ সামিটের মঞ্চ থেকে বৈশ্বিক শান্তির বার্তা মোদির (Narendra Modi)

মোদির (Narendra Modi)কথায়, “অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক বৃদ্ধি হলে কেউ পিছনে পড়ে থাকে না।” তিনি দাবি করেন, ভারতের ‘অখণ্ড মানবতা’র নীতি বিশ্বব্যাপী সুষম উন্নয়নের এক কার্যকর ও সফল মডেল হয়ে উঠেছে। সেই সঙ্গে তিনি জি-২০ দেশগুলিকে সমান অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়নমূলক অগ্রগতি গড়ে তুলতে উৎসাহ দেন।

আরও পড়ুন:ভারত-আফগান বাণিজ্যিক সম্পর্কে নয়া মোড়! সহজেই আসবে তাজা ফল-বাদাম, শুরু হচ্ছে বিশেষ পরিষেবা

বক্তব্যে মোদি (Narendra Modi) তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন, যা মহাদেশজুড়ে সহযোগিতার নতুন দিশা দিতে পারে। প্রথমত, তিনি বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান—যেখানে বিভিন্ন দেশের প্রাচীন জ্ঞান, চিকিৎসা, কৃষি, পরিবেশবিজ্ঞান এবং কারুশিল্পের মতো বিষয়গুলি সংরক্ষিত থাকবে। দ্বিতীয়ত, আফ্রিকার যুবসমাজকে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বড় আকারের স্কিল-ডেভেলপমেন্ট প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন। তাঁর মতে, আফ্রিকার বিশাল যুবশক্তিকে দক্ষতায় সজ্জিত করা গেলে বৈশ্বিক অর্থনীতিতে তারা বড় অবদান রাখতে পারবে। তৃতীয়ত, মাদকচক্র এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন মোদি। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস আফ্রিকার ভবিষ্যৎকে বিপন্ন করছে এবং এটি প্রতিরোধ করতে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বিকল্প নেই।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সন্ধ্যায় জোহানেসবার্গ পৌঁছান প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জি-২০ আয়োজন হওয়ায় ভারতের উপস্থিতি এবং ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জোহানেসবার্গে পৌঁছেই তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Narendra Modi gave massage on global peace from G20 summit.

আরও পড়ুন:ফের ইতিহাস গড়বে ভারতের মেয়েরা? অস্ট্রেলিয়াকে হারিয়ে দৃষ্টিহীনদের T20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া

বিশ্বব্যাপী পরিবর্তিত ভূরাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে মোদির (Narendra Modi) এই বার্তা এবং প্রস্তাবগুলি আফ্রিকা-সহ উন্নয়নশীল দেশগুলির জন্য এক নতুন সুযোগের দিশা দিয়েছে। জি-২০ মঞ্চে ভারতের ভূমিকা আরও জোরালো করে তুলবে বলেও আন্তর্জাতিক মহলের মত।