বাংলাহান্ট ডেস্ক : অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান। অবশেষে শুক্রবার চার হাত এক হল অনন্ত-রাধিকার (Anant-Radhika)। মুম্বইয়ের ‘জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার’ হলে বসেছিল রাজকীয় বিয়ের আসর। মেমেরু, ডান্ডিয়া, সঙ্গীত, হলদির মতো একাধিক অনুষ্ঠান পেরিয়ে মূল বিয়ের পর্ব শেষ হল ১২ই জুলাই শুক্রবার।
নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশেষ উপহার নব দম্পতিকে
ঐ দিন রাত আটটায় বসে বিয়ের আসর। আম্বানীদের অনুষ্ঠান যতটা জমকালো, রাজকীয় ছিল, ঠিক ততটাই চমকপ্রদ ছিল তাঁদের অতিথি তালিকা। সিনেমা দুনিয়ার নামজাদা ব্যক্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক জগত একাকার হয়ে গিয়েছিল শুক্রবার। আন্তর্জাতিক অতিথিরাও ছিলেন এই তালিকায়।
আরোও পড়ুন : ‘আমি নিজে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে..,’ গলল বরফ? বিরাট ঘোষণা অভিজিৎ গাঙ্গুলির
আম্বানীদের অতিথি মহলে বসেছিল একেবারে চাঁদের হাট। বিয়েতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তবে বিয়ের দিন তিনি আসতে পারেননি, পরের দিন শনিবার আশীর্বাদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister)। নমো (Narendra Modi) আসরে প্রবেশ করতেই তার আতিথেয়তায় ব্যস্ত হয়ে পড়েন সকলেই।
আরোও পড়ুন : বাবার পর টলিউড কাঁপাবে মেয়ে! রইল ‘উমা’ সিনেমার সুন্দরী সারার অদেখা ছবি অ্যালবাম
ঐদিন প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় অনন্ত এবং রাধিকাকে। এরপর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেখা যায় অনন্ত রাধিকার হাতে কিছু গিফট তুলে দিতে। তবে সেই উপহার ডালিতে কী ছিল তা অবশ্য জানা যায়নি। কিন্তু সেই গিফট প্যাকেজের মধ্যে যে একটি ঠাকুরের ছবি ছিল তা বোঝা গিয়েছে।
বলা বাহুল্য, প্রধানমন্ত্রীর হাত থেকে অনন্ত ছবিটি রাধিকার মাথায় ঠেকিয়ে দিতেই সেই দৃশ্য ভাইরাল (Viral) হয়ে যায়। ট্যুইটারের দৌলতে ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছেন কমবেশি সকলেই। ওদিকে শুধু বিয়ের আয়োজনে নয়, অতিথি আপ্যায়নেও কোন ত্রুটি রাখেনি মুকেশ-নীতা (Mukesh Nita)। তাঁরা আগত অতিথিদের জন্যও ব্যবস্থা করেছিলেন বিশেষ উপহারের ব্যাগ।
কী ছিল সেই ব্যাগে? অতিথিদের জন্য আম্বানিদের তরফে রাখা হয়েছিল হাত ঘড়ি। ঘড়ির সঙ্গে দেওয়া হয়েছিল একটি করে ডিজাইনার শাড়ি। এই শাড়ি তৈরি করানো হয় মুম্বইয়ের প্রথিতযশা পোশাকশিল্পীকে দিয়ে। মুম্বাইয়ের পাশাপাশি শাড়ি আনা হয়েছিল কাশি বেনারস থেকেও। এছাড়া ছিল রুপোর তৈরি ময়ূরের মূর্তি। এছাড়াও ছিল একটি করে সৌখিন ব্রান্ডেড ব্যাগ।