বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার আসাম (Assam) সফরে যান। সেই সময় তিনি নিজেকে “ভগবান শিবের ভক্ত” হিসেবে বিবেচিত করেন। তিনি বলেন যে, “কেউ আমাকে যতই গালি দিক না কেন, আমি সমস্ত বিষ গিলে ফেলি।” মূলত, কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “আমার রিমোর্ট কন্ট্রোল কেবল দেশের ১৪০ কোটি মানুষের। তারাই আমার প্রভু।” প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে ভূপেন হাজারিকাকে অপমান করার অভিযোগ করেন। মোদী জানান, বিজেপির “ডাবল ইঞ্জিন” সরকার ভূপেন হাজারিকার মতো আসামের মহান পুত্রদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আসামে (Assam) কী জানালেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার কাছে, জনসাধারণই আমার ঈশ্বর। আমার আত্মা যদি আমার ঈশ্বরের কাছে যাওয়ার পর তার কণ্ঠস্বর প্রকাশ করতে না পারে, তাহলে অন্য কোথায় তা প্রকাশ করবে? জনসাধারণই আমার প্রভু, তাঁরা আমার পূজনীয়, তাঁরাই আমার রিমোট কন্ট্রোল আর কোনও রিমোট কন্ট্রোল নেই। ১৪০ কোটি দেশবাসী আমার রিমোট কন্ট্রোল।”
#WATCH | Darrang, Assam: Prime Minister Narendra Modi says, “…Mujhe kitne hi gaaliya de, main bhagwan Shiv ka bhakt hoon, saara zehar nikal leta hoon… but when someone else is insulted, I cannot tolerate that. You people tell me, is my decision of honouring Bhupen Da with… https://t.co/2jEsJ8VROC pic.twitter.com/I3ASoSE7jp
— ANI (@ANI) September 14, 2025
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের (Assam) দারাং-এ ৬,৩০০ কোটি টাকার স্বাস্থ্য ও পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি গুয়াহাটি রিং রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সেই সময় তিনি বলেন, “অপারেশন সিঁদুরের পর আমি প্রথমবারের মতো আসামে এসেছি।”
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ হতে চলেছে টস! ভারত বনাম পাকিস্তান ম্যাচে কেমন থাকবে দুবাইয়ের পিচ?
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রার সময়ে বিহারের দ্বারভাঙ্গায় একটি মঞ্চ থেকে বিরোধী দলের কিছু কর্মী প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর মাকে কটূক্তি করেছিলেন। সেই ভিডিও সামনে এসেছিল। ওই ঘটনায়, বিহার বিজেপি একটি FIR দায়ের করে। যেখানে বলা হয়েছিল যে, ভোটার অধিকার যাত্রার একটি অনুষ্ঠানের সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চ থেকে কটূক্তি করা হয়েছিল। এমতাবস্থায়, দ্বারভাঙ্গা জেলা পুলিশ সিংহওয়াড়া থানা এলাকার ভবানীপুর পঞ্চায়েতের (ওয়ার্ড নং ১) ভাপুরা গ্রামের বাসিন্দা অনিশ কুরেশির ছেলে মোহাম্মদ রিজভি ওরফে রাজাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানে! TTP-র হামলায় প্রাণ হারালেন ১২ জন পাক সেনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ এবং আসাম (Assam) দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি। আসাম একসময় উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করেছিল, এখন অনেক বদলে গেছে এবং ১৩ শতাংশ বৃদ্ধির হার নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এই চিত্তাকর্ষক সাফল্য এখানকার মানুষের দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার প্রমাণ।” প্রধানমন্ত্রী আরও জানান, “এটি আসামের জনগণের কঠোর পরিশ্রম এবং বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের অবদানে অনুপ্রাণিত সহযোগিতামূলক প্রচেষ্টারও ফল। এই কারণেই হিমন্ত বিশ্ব শর্মাজি এবং তাঁর দল আসামের জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে।”