বাংলা হান্ট ডেস্কঃ রবিবার কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দপ্তরে আয়োজিত ‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স ২০২৫’ এ যোগ দেবেন তিনি। সোমবার এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর (Narendra Modi) কলকাতা সফরকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে
রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন মোদী (Narendra Modi)। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। ঢাক-ঢোল নিয়ে তাঁরা ভিড় জমান বিমানবন্দরের বাইরে। তাঁদের উচ্ছ্বাস দেখে গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান মোদীও।
গত দু’দিন প্রধানমন্ত্রী (Narendra Modi) উত্তর-পূর্ব ভারত সফরে ছিলেন। শনিবার মিজোরাম ও মণিপুরের কর্মসূচি শেষে রবিবার সকালে তিনি পৌঁছন অসমে। সেখানকার কর্মসূচি শেষ করে সন্ধ্যায় তিনি আসেন কলকাতায়। রবিবার রাত কাটান রাজভবনে। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এদিনের অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশের তিন বাহিনীর সর্বোচ্চ কর্তারা উপস্থিত থাকবেন।
‘কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স’-এর মূল উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা প্রস্তুতি ও নতুন কৌশল নির্ধারণ। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত অধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতামত বিনিময় করবেন।
আরও পড়ুনঃ SSC পরীক্ষায় ফের ববিতা সরকার, কমিশনের নিরপেক্ষতা নিয়ে তুললেন প্রশ্ন
সরকারি সফরে এলেও আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় মোদীর (Narendra Modi) উপস্থিতিকে ঘিরে কার্যত রাজনৈতিক আবহ তৈরি হয়েছে বাংলায়। কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে তিনি নতুন করে রাজনৈতিক সমীকরণে চাপ তৈরি করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেনা সম্মেলনের মঞ্চ থেকে মোদীর এই বার্তা নিঃসন্দেহে আগামী দিনে রাজনীতির অঙ্গনে আলোড়ন তুলবে।