বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলেই দুই প্রতিবেশী রাজ্যে বিধানসভা ভোট। তাই বাংলা এবং বিহার এই দুই রাজ্যকেই এখন পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। মাস খানেক আগেই বাংলায় জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পুজোর আগে আবারও তাঁর পা পড়ল এ রাজ্যে। কলকাতা মেট্রোর তিন নতুন রুটের উদ্বোধন করলেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করলেন বিপুল অঙ্কের টাকার প্রকল্পের।
বাংলা-বিহারের জন্য ঢালাও প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদীর (Narendra Modi)
শুক্রবার একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর- এই তিনটি রুট উদ্বোধন করেছেন তিনি। ওই মেট্রোতেই চড়ে সফর করতেও দেখা গিয়েছে তাঁকে।
বাংলার জন্য উপহার মোদীর: এদিন দমদমে জনসভার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। তার আগে বাংলার জন্য আরও এক বড় প্রকল্পের ঘোষণা করলেন তিনি। প্রশাসনিক সভামঞ্চ থেকে এদিন ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৭.২ কিমি দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। মোট ৫২০০ কোটি টাকার এই প্রকল্পের শিলান্যাস করে নিঃসন্দেহে বড় চমক দিয়েছেন মোদী (Narendra Modi)।
আরও পড়ুন : পশুপ্রেমীদেরই জয়, দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদল! তবে বড় শর্ত দিল আদালত
বিহারেও জনসভা মোদীর: একই দিনে দুই রাজ্যে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিহারে এদিন ১৮০০ কোটি টাকার আন্টা-সীমারিয়া ব্রিজ উদ্বোধন করেন তিনি। এই অংশের রেলব্রিজটি পুরনো হয়ে পড়ায় ভারী যানবাহন ওঠা বন্ধ হয়ে গিয়েছিল। সেই সমস্যার সমাধান হয়েছে।
আরও পড়ুন : দিনভর দুর্যোগ, ভোগান্তির সবে শুরু! সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
গয়ার জন্যও উন্নয়ন খাতে আরও ১২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী। শহর, বিদ্যুৎ থেকে স্বাস্থ্য খাতে পরিকাঠামো উন্নয়নের জন্য এই এত টাকা বরাদ্দ হয়েছে। বিহারে এদিন ক্যানসার হাসপাতালের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।