বাংলা হান্ট ডেস্কঃ ৭৯তম স্বাধীনতা দিবসের লালকেল্লার মঞ্চ থেকে দেশের যুব সমাজের জন্য এক অভূতপূর্ব কর্মসংস্থানের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১ লক্ষ কোটি টাকার বাজেটের এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’। এদিন মোদী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল পরবর্তী দুই বছরে অন্তত সাড়ে তিন কোটিরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
দুই কিস্তিতে সর্বাধিক ১৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মোদীর (Narendra Modi)
এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করে বলেন, যারা প্রথমবার চাকরিতে প্রবেশ করছেন, তারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এ রেজিস্টার হলেই সরকারি ভাতা পাবেন। সর্বাধিক ১৫ হাজার টাকা দেওয়া হবে দুটি কিস্তিতে। প্রথম কিস্তি ৬ মাস চাকরি করার পর, আর দ্বিতীয় কিস্তি ১২ মাস পরে। ১ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনের চাকরিতে যুক্ত প্রার্থীরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মোদী। এ ছাড়াও মোদী জানান এই ভাতার একটি অংশ নির্দিষ্ট সময়ের জন্য ডিপোজিট অ্যাকাউন্টে রাখা হবে, যা পরে তোলা যাবে।
সংস্থাগুলির জন্যও বিশেষ ভাতা দেওয়ার ঘোষণা মোদীর (Narendra Modi)
শুধু চাকরিপ্রার্থীরা নন, কর্মী নিয়োগকারী সংস্থাগুলিও পাবেন বিশেষ সুবিধা। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মী নিয়োগ করলে, সংস্থার নিয়োগ কর্তাকে সরকার মাসে ৩০ হাজার টাকা করে ভাতা দেবে ২ বছর পর্যন্ত। উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে এই সুবিধা তৃতীয় ও চতুর্থ বছরেও মিলবে।
এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন, “স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপ, সব দিকেই জোর দেওয়া হচ্ছে। দেশের যুবসমাজের জন্য আজ সুখবর এনেছি। এই যোজনা সাড়ে ৩ কোটি যুবকের রোজগারের মাধ্যম হয়ে উঠবে।”
আরও পড়ুনঃ ১২% জিএসটি স্ল্যাব কি এবার উধাও? সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের মতে, এই প্রকল্পের আওতায় ১.৯২ কোটি ফ্রেশার সরাসরি উপকৃত হবেন। গত মাসেই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, যারই সম্প্রসারিত রূপ আজকের এই ঘোষণা।