বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার নবরাত্রির সূচনা উপলক্ষে দেশের নাগরিকদের আত্মনির্ভরশীলতার চেতনাকে আলিঙ্গন করার আহ্বান জানিয়েছেন। এদিন X-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “এবারের নবরাত্রির উপলক্ষটি অত্যন্ত বিশেষ। GST সঞ্চয় উৎসবের পাশাপাশি, এই সময়কালে স্বদেশীর মন্ত্র একটি নতুন শক্তি অর্জন করতে চলেছে। আসুন আমরা একটি উন্নত এবং আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণের জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হই।”
নতুন সংস্কার কে প্রধানমন্ত্রী (Narendra Modi) ‘GST উৎসব’ বলে উল্লেখ করেছেন
রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ২২ সেপ্টেম্বর থেকে GST 2.0 কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রী এটিকে ‘GST উৎসব’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে কর কমে, খরচ হ্রাস পাবে, অর্থনীতি দ্রুত গতি পাবে, আর বিশেষ করে ছোট ব্যবসা (MSME) সহজে ব্যবসা করতে পারবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “জিএসটি ২.০ আমাদের যুবক, নারী, কৃষক, উদ্যোক্তা এবং ছোট ব্যবসার জন্য শক্তি বাড়াবে।”
এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন যে, নতুন জিএসটি সংস্কার সম্মিলিতভাবে ব্যবসা এবং গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর বলেন, এই নতুন জিএসটি নাগরিকদের উপর আর্থিক চাপ কমার পাশাপাশি অর্থনৈতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রসঙ্গত, নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের কারণে সোমবার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যপণ্য সস্তা হচ্ছে, কারণ শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানিগুলি GST 2.0-এর সুবিধা নিয়ে দাম কমিয়েছে। এর ফলে গ্রাহকদের আর অতিরিক্ত কর দিতে হবে না।
আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গে এখনও লাগু হয়নি…’, GST ছাড় চাইতেই হতাশ ক্রেতারা
কোন কোন জিনিসের দাম কমছে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণা অনুযায়ী নতুন জিএসটি সংস্কারে খাদ্যপণ্য, যেমন- নমকিন, ভুজিয়া, মিষ্টি, কফি, চা, মাখন, ঘি, আইসক্রিম এবং চকোলেটসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। যদিও প্রথম দিন দামের সেরকম কোনো পার্থক্য বোঝা যায়নি। কারণ বাজারে এখনো পুরনো লটের মাল রয়েছে। সেগুলো বিক্রি হওয়ার পরেই নতুন লটে জিএসটি কার্যকর হবে বলে জানাচ্ছি বিশেষজ্ঞরা। তবে ওষুধের ক্ষেত্রে প্রথম দিন থেকেই ছার মিলছে বলে জানা গিয়েছে।