দিল্লির রাজনীতিতে কূটনীতির গন্ধ! চিন-রাশিয়া সফর থেকে ফিরেই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক মোদীর, আলোচনা ঘিরে জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

Narendra Modi meets President Murmu amid global diplomatic shifts

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সাক্ষাৎ। শনিবার রাষ্ট্রপতি ভবনে দু’জনের মধ্যে এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। রাষ্ট্রপতির সমাজমাধ্যম হ্যান্ডল থেকে বৈঠকের ছবি প্রকাশিত হলেও, ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে আন্তর্জাতিক সফর সেরে দেশে ফেরার পরপরই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)

সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিতে জাপান হয়ে চিন সফরে গিয়েছিলেন মোদী (Narendra Modi)। সেখানে তিনি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। সপ্তাহের শুরুতে তিনি দেশে ফেরেন। আন্তর্জাতিক মহলে এই সফর নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে।

চিন সফরের পরপরই ভারত প্রসঙ্গে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি দাবি করেন, আমেরিকা ভারত ও রাশিয়াকে ‘চিনের কাছে হারিয়েছে’। তবে কিছুক্ষণ পর হোয়াইট হাউসে তিনি সুর নরম করে বলেন, মোদী তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং ভারত-আমেরিকার সম্পর্ক সব সময় বিশেষ থাকবে।

ট্রাম্পের এই বয়ানবদলে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন মোদী (Narendra Modi)। শনিবার সকালে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে ওঁর ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।’ এর পাশাপাশি মোদী জোর দিয়ে আরও বলেন, ‘ভারত-আমেরিকার মধ্যে ইতিবাচক ও ভবিষ্যতমুখী কৌশলগত অংশীদারি রয়েছে।’

Narendra Modi meets President Murmu amid global diplomatic shifts

আরও পড়ুনঃ “১৯৫৮ জন দাগি, নাম লুকোচ্ছে কমিশন”, SSC পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু

চিন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক বৈঠক শেষ করে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে মোদীর (Narendra Modi) সাক্ষাৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটে এক নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ও মোদীর প্রতিক্রিয়া ভারত-আমেরিকা সম্পর্কের দৃঢ়তাকেই আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।