Bangla Hunt Desk: বিহারের (Bihar) নির্বাচন একে বারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সমস্ত রাজনৈতিক দল নিজেদের মত করে প্রচার কার্য চালাচ্ছে। জোর কদমে চলছে প্রস্তুতি। তবে এই নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে এক সমীক্ষা চালায় বিভিন্ন নিউজ চ্যানেল। এই পরিস্থিতিতে টাইমস নাও এবং সি ভোটাররা মিলিতভাবে একটি সমীক্ষা করেছিল সাধারণ মানুষের মধ্যে। যার ফলাফল তারা প্রকাশ করেছে।
সাধারণ মানুষকে প্রশ্ন করা হয়েছিল, এনডিএ সরকারের উপর কতটা সন্তুষ্ট? করোনা ভাইরাস বিষয়ে মোদী সরকার কতটা পদক্ষেপ নিতে পেরেছে? দেশের অর্থনীতির উন্নয়নের বিষয়েই বা মোদী সরকারের পরিকল্পনা কতটা কার্যকর হচ্ছে? সর্বপরি মোদী সরকারের কাজ নিয়ে তাদের কি মতামত?
#BiharPollTracker | ‘How satisfied are you with the performance on PM @narendramodi?’
Very much satisfied: 43.89%
Satisfied to some extent: 31.16%
Not at all satisfied: 24.95%
Don’t know/ can’t say: 0% | #Nov10WithTimesNow | (C-Voter Survey) pic.twitter.com/Mu0dHqI0W5
— TIMES NOW (@TimesNow) October 10, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মকান্ডে মানুষ কতটা সন্তুষ্ট সে বিষয়ে উত্তর এসেছে- ৪৩.৮৯ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে খুবই খুশি, তারা প্রধানমন্ত্রীর পক্ষেই রায় দিয়েছেন। আবার ২৪.৯৫ শতাংশ মানুষ একেবারেই মোদী সরকারের কর্মকান্ডে সহমত পোষণ করেনি। তারা কিছুতেই সরকারের আসনে মোদী সরকারকে মেনে নিতে পারেছে না। আবার ৩১.১৬ শতাংশ মানুষ আংশিক সন্তুষ্ট মোদী সরকারের কর্মকান্ডে।
অন্যদিকে এনডিএ সরকারের কাজে ৩৬.২৭ শতাংশ মানুষ পুরোপুরি সন্তুষ্ট বলে জানিয়েছেন, ৩১.৫৮ শতাংশ মানুষ একবারেই সন্তুষ্ট নন এবং ৩১.৮৬ শতাংশ মানুষ কিছুটা সন্তুষ্ট হয়েছেন বলে রায় দিয়েছেন।
#BiharPollTracker | ‘How satisfied are you with performance on PM @narendramodi’s NDA?’
Very much satisfied: 36.27%
Satisfied to some extent: 31.86%
Not at all satisfied: 31.58%
Don’t know/ can’t say: 0.29% | #Nov10WithTimesNow | (C-Voter Survey) pic.twitter.com/e4WtBejChh
— TIMES NOW (@TimesNow) October 10, 2020
এই সমীক্ষায় আরও একটি প্রশ্ন ছিল, যেখানে বলা হয় দেশের সরকার হিসাবে নরেন্দ্র মোদী (Narendra modi) নাকি রাহুল গান্ধী (Rahul gandhi), কাকে বেছে নিতে চায় সাধারণ মানুষ? উত্তর আসে- ৬৬.০৭ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন, আবার ২৩.৭৩ শতাংশ মানুষ বেছেছেন রাহুল গান্ধীকে। তবে ৫.৯৩ শতাংশ মানুষ কোন দলকেই সমর্থন করেনি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী ২৮ শে নভেম্বর হবে প্রথম পর্বের ভোট দান, দ্বিতীয় পর্বের ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হবে ৩ রা নভেম্বর এবং তৃতীয় পর্বের ভোটগ্রহণ হবে ৭ ই নভেম্বর। ভোটের ফলাফল বেরোবে ১০ ই নভেম্বর।