বাংলা হান্ট ডেস্কঃ ‘বাংলায় বিজেপি জিতছেই। দিদি আপনি খেলতে থাকুন, বাংলার মানুষের স্মৃতিশক্তি অনেক প্রখর। বাংলার মানুষ জানে, গাড়ি থেকে নেমে আপনি কতজনকে ধমক দিয়েছেন। বাংলার মানুষ জানুন আপনি দেশের সেনার উপর ক্ষমতাচ্যুত করার অভিযোগ করেছিলেন। বাংলার মানুষ জানে, আপনি পুলওয়ামায় শহীদদের পাশে না দাঁড়িয়ে কার পাশে দাঁড়িয়েছিলেন। বাংলায় বিজেপির জয় হবেই” … ভিডিও পোস্ট করে দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী।
আগামীকাল খড়গপুরে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর আগে একটি ভিডিও পোস্ট করে বাংলায় বিজেপির নিশ্চিত জয়ের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পুরুলিয়ায় একটি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভার বিপুল জনসমাগের ভিডিও পোস্ট করে বাংলায় জয়ের দাবি করেছেন তিনি।
BJP winning in West Bengal would mark the start of a new era of development in the state. At the same time, bullying by TMC cadres will stop.
Sharing highlights from Purulia. pic.twitter.com/SbktUAeYat
— Narendra Modi (@narendramodi) March 19, 2021
বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভায় প্রধানমন্ত্রী মোদীর সংক্ষিপ্ত বক্তব্য …
- পুরুলিয়ার পবিত্র ভূমিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যশালী মনে হচ্ছে।
- ২ মে’র পর ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।
- পুরুলিয়ার মানুষ জল সঙ্কটে ভোগে, এই সমস্যা তৈরি করেছে তৃণমূল।
- পুরুলিয়ায় ট্যুরিজম উন্নত করা হবে।
- দিদিকে কাজের হিসেব দিতে হবে।
- এত বছর ধরে রাজত্ব করে একটি সেতুও বানাতে পারেনি দিদি।
- বাম, তৃণমূল সরকার পুরুলিয়ার মানুষকে শুধু সঙ্কটই দিয়েছে।
- এই চুরির খেলা আর চলবে না।
- রাজ্যে মাফিয়া আছে, অনুপ্রবেশকারী আছে কিন্তু কেউ জেলে নেই, সবাই প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
- পুরুলিয়াকে পিছিয়ে নিয়ে গেছে রাজ্য সরকার।
- আমরা ক্ষমতায় এলে আদিবাসী, দলিতদের কর্মসংস্থান হবে।
- দিদি বলেন খেলা হবে! বিজেপি বলে চাকরি হবে, স্কুল হবে, হাসপাতাল হবে, মহিলাদের উন্নতি হবে।
- এই মাফিয়া রাজ আর চলবে না।
- ২ মে বিজেপির সরকার গড়ার পর সব অত্যাচারীদের বিরুদ্ধে আইন মতাবেক পদক্ষেপ নেওয়া হবে।
- ক্রিমিনাল, মাফিয়া আর দুর্নীতিবাজদের আইন জেলের হাওয়া খাওয়াবে।
- বিজেপির আমলে আইন শৃঙ্খলা বজায় হবে।
- ২ মে দিদি যাচ্ছে, আসল পরিবর্তন আসছে।
- এইবার ভয় নয়, এইবার শুধু জয়।