‘এমন জায়গায় জিতব’ বাংলা নিয়ে বড় দাবি মোদির! কোন আসনের কথা বললেন?

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের দামামা বাজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অবশ্য বারবার করেই বলেছিলেন এই বছরে বিজেপি (Bharatiya Janata Party) ৪০০ আসন পার করবে। তবে, ভোট চলাকালীন সময়ে ৪০০ পারের উল্লেখ আর তেমনভাবে না হলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই বছর গেরুয়া বাহিনীর আসনসংখ্যা বাড়বে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি দাবি করেছেন, বিজেপি এবার লোকসভায় এমন এমন সব আসন জিতবে, যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। তবে এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, বিজেপি বারবার করেই ৪০০ আসনের কথা বলেও অতিরিক্ত আসন কোথা থেকে আসবে সেই নিয়ে কিন্তু দলের অন্দরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরোও পড়ুন : ৫১টি স্কুলে সব্বাই ফেল! অবাক হলেন? প্রকাশ্যে এল মাধ্যমিকের চমকে দেওয়া রিপোর্ট

রাজনীতির কারবারিদের হিসেব অনুযায়ী, উত্তরপ্রদেশে ২০১৯ সালেই মোটামুটি বেশিরভাগ আসন বিজেপির দখলে ছিল। পশ্চিম ভারতেও তাই। এবার ওই এলাকাগুলিতে আসন বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। দক্ষিণ ভারতে অবশ্য কোনকালেই খুব একটা পাত্তা করতে পারে না পদ্ম শিবির। এদিকে, আঞ্চলিক দলগুলোর আধিপত্য চলে পূর্ব ভারতে। তবে, মোদির কথায়,এবার খেল দেখাবে বিজেপি।

আরোও পড়ুন : এক্কেবারে বাবার কপি! প্রকাশ্যে এল নুসরত পুত্রের ছবি, প্রথমবার ঈশানকে দেখেই চর্চা শুরু নেটপাড়ায়

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের সব প্রান্তে আমাদের আসন বাড়বে। এমন এমন জায়গায় আসন বাড়বে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। উত্তপ্ররদেশে আমাদের বেশ কিছু আসন বাড়বে। বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে।” ফলে বাংলা নিয়ে তিনি যে আশাবাদী তা স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে।

Narendra Modi rally

এই লোকসভা নির্বাচনকে (Lok Sabha 2024) নমো টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, “প্রথম ইনিংসে আমরা অনেকটা এগিয়ে। বিরোধীরা অসহায় আত্মসমর্পণ করছেন। তাও আমরা লড়ছি দ্বিতীয় ইনিংসে রেকর্ড করার জন্য।” পাশাপাশি মোদির সংযোজন, “বিরোধীরা হার মেনেই নিয়েছে। লড়াই নেই। তবে বিজেপির আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা রেকর্ড করার জন্য লড়ছি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর