হু হু করে কমবে পেট্রলের দাম! কবে আসছে সুখবর? জানালেন খোদ প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্ক : গত এক বছর ধরেই পেট্রোলের দাম (Petrol Price) নিয়ে জেরবার ভারতীয় জনতা। যেভাবে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে তাতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। আর এবার কার্যত সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাজারে আসবে ইথানল মিশ্রিত পেট্রল। কমবে জ্বালানির দাম।

ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে চলে এসেছে এই ইথানল মিশ্রিত পেট্রল। প্রাথমিকভাবে বিক্রিও শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রীর ঘোষণা, ধিরে ধিরে সারা দেশেই তা বিক্রি হবে‌। আশা করা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এই পেট্রল গোটা দেশের মানুষ ব্যবহার করতে পারবে।

গত শনিবার গোয়ায় জি ২০ শক্তি মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী তার বয়ানে বলেছেন, ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে। এইমুহুর্তে ভারতের লক্ষ্য ২০২৫ সালের মধ্যেই ওই ইথানল মিশ্রিত পেট্রোল গোটা দেশে উপলব্ধ করা। উল্লেখ্য, ইতিমধ্যেই জ্বালানির খরচ বাঁচাতে বহু মানুষ ইলেকট্রনিক ভেহিকেলের দিকে ঝুঁকেছেন।

দু’চাকার বাহন থেকে চারচাকা সব জায়গাতেই বিদ্যুতের ব্যবহার করা হচ্ছে এখন। এমনকি বহু সাইকেলও এখন ব্যাটারিচালিত। এদিকে বিদ্যুতের খরচে বাচত করার জন্য বাজারে এসেছে এলইডি লাইট। খরচের পাশাপাশি রাশ টেনেছে দূষণেও।

এইদিন প্রধানমন্ত্রী বলেন, ‘নন ফসিল ফুয়েল ব্যবহারের একটি লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছিলাম ৯ বছর আগে। এখন আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশে ৫০ শতাংশ নন ফসিল জ্বালানী ব্যবহার করা। সৌর শক্তি ও বায়ু শক্তির ব্যবহারে ভারত এখন অনেকটা এগিয়ে।’

petroldiesel1686464040033

এইদিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তার বয়ানে বলেন, ২০২৫ সালে দেশের অধিকাংশ জায়গায় বিশেষ পেট্রোল পাম্প থাকবে। সেখানে বিক্রি হবে ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 পেট্রোল। এবছর ফেব্রুয়ারি মাসে প্রথম খোলে ইথানল মিশ্রিত পেট্রোল পাম্প। এখন তার সংখ্যা ৬০০।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর