বিদেশ যাচ্ছেন বলে কার কাছে পারমিশন চেয়েছেন অভিষেক? এবার বোমা ফাটালেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে দিল্লিতে বিজেপির মেগা বৈঠক। গতকালই কেন্দ্রীয় নেতৃত্বের তলবে জরুরি ভিত্তিতে রাজধানী ছুটেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রবিবার ৮টা নাগাদ বিমানে দিল্লি উড়ে যান নন্দীগ্রামের বিধায়ক৷ তবে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়েই তৃণমূল সেকেন্ড ইন কমান্ডকে বার্তা দিয়ে গেলেন। বলতে হয় অভিষেকের মন্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক (Abhishek Banerjee)। যার পরই একের পর এক FIR দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় মমতা ও অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীও।

এদিকে সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে রবিবার দিল্লি গিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ কলকাতা বিমানবন্দরে নেতাকে শুভেন্দুর ‘ঘৃণাভাষণের’ অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শুভেচ্ছা রইল৷’’ অভিষেকের এই কথারও প্রতিক্রিয়া দেন শুভেন্দু।

গতকাল অভিষেক প্রসঙ্গে শুভেন্দু পাল্টা বলেন, ‘‘উনি তো এখানে আগুন লাগিয়ে ইডির কাছে বিদেশে যাওয়ার জন্য পারমিশন চেয়েছেন৷ উনি ২৬ তারিখ বিদেশ যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটেছেন৷ আর দলের নিচুর তলার কর্মীদের যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন৷’’

abhishek , suvendu

জানিয়ে রাখি, আজ সুকান্ত-শুভেন্দুদের সাথে বৈঠকে বসবেন জে পি নাড্ডা, অমিত শাহরা, সূত্রের খবর এমনটাই। তবে কি নিয়ে এই বৈঠক সেই প্রসঙ্গে এখনও কেউ মুখ খোলেননি সেভাবে। বৈঠক নিয়ে গতকাল শুভেন্দু বলেন, “এটা দলের কিছু কাজ আছে, সেই কারণেই যাচ্ছি। দলের অভ্যন্তরীণ বিষয়৷’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর