সাধু-সন্তদের অপমান মমতার? বাংলায় এসে তোপ দাগলেন মোদী, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ‘…সহ্য করব না’!

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজদের একাংশকে নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, ‘সব সাধু সমান হয় না। সব সজ্জন সমান হয় না’। মমতার এই মন্তব্যকে হাতিয়ার করেই এদিন পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ভোটের আবহে ফের রাজ্যে এসেছেন পিএম। রবিবার পুরুলিয়ায় (Purulia) সভা করেন তিনি। সেই সভা থেকেই মমতার (Mamata Banerjee) মন্তব্যের পাল্টা দেন মোদী। তিনি বলেন, ‘তৃণমূল সরকার এবার সব সীমা অতিক্রম করে ফেলেছে। আজ ইসকন (ISKCON), রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission), ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Sangha) গোটা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে। কিন্তু আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের প্রকাশ্যে ধমকাচ্ছেন। খোলা মঞ্চ থেকে তাঁদের হুঁশিয়ারি দিচ্ছেন’।

মমতাকে নিশানা করতে এরপর সরাসরি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে আনেন মোদী । বলেন, ‘স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়েছিলেন, সেখানে যখন ভারতের কথা বলতেন, তখন লাখ লাখ মানুষ ওনার ভক্ত হয়ে গিয়েছিলেন। তবে ভারতবিদ্বেষী একজনও ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দকে ধমকি দিয়েছিলেন, প্রচণ্ড অপমান করেছিলেন। এখন পশ্চিমবঙ্গেও তেমন হছে। ভোটে বাংলার মানুষ কে ভয় দেখানো হচ্ছে, ধমকানো হচ্ছে, হিংসা করানো সকল সীমা তৃণমূল সরকার অতিক্রম করে ফেলেছে’।

আরও পড়ুনঃ বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত মাইনে? মিলল সুখবর

এখানেই না থেমে প্রধানমন্ত্রী দাবি করেন, শুধুমাত্র নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে এত সাহস দেখাচ্ছে তৃণমূল। মোদীর কথায়, ‘নিজের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতিতে এতখানি নীচে নেমে গিয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষের ভক্তি এবং ভাবাবেগের তাঁরা পরোয়া করছে না’।

Narendra Modi rally

এদিকে গতকাল মমতা বলেন, ‘ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় অনেক দিন ধরে রয়েছেন। তবে বহরমপুরে একজন মহারাজ রয়েছেন। আমি অনেকদিন ধরে শুনেছি… কার্ত্তিক মহারাজ। তিনি ওখানে বলেছেন, আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এমন কথা বলেন আমি ওনাকে সাধু বলে মনে করি না। কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি, কে কী করছেন’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর