‘ভারতের তৈরি ভ্যাক্সিনেই রক্ষা পেয়েছে বিশ্ব’, ডেনমার্ক থেকে বড় দাবি নরেন্দ্র মোদীর

বাংলাহান্ট ডেস্ক : ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই ইউরোপে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার জার্মানির পর বুধবার ডেনমার্কেই রয়েছেন নরেন্দ্র মোদী। এদিন ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দ্যেশ্যে ভাষন দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ওই ভাষণে নরেন্দ্র মোদী বলেন, ‘ডেনমার্ক এবং ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত। এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকের পর আরও বিশেষ হয়ে উঠতে চলেছে দুই দেশের সম্পর্ক।’ এরপর করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি গোটা বিশ্বেই একটি বড়সড় প্রভাব ফেলেছে। কিন্তু এই অবস্থাতেও বিশ্বের দরবারে একটি নির্ধারক ভূমিকা পালন করেছে ভারত। ভারত যদি নিজেদের দেশে ভ্যাক্সিন তৈরি না করত তাহলে এই ভয়াবিক সংকটে বিশ্বের কী হত?’ তিনি এদিন আরও দাবি করেন যে কঠিন পরিস্থিতিতে গোটা বিশ্বকে টিকা এবং ওষুধ সরবরাহ করেছে ভারত।

   

সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় ডিজিটাল ইন্ডিয়ার প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, ‘আগে কেউ আশা করেনি যে ভারত ডিজিট্যালের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু বিজেপি সরকার সেই চিন্তাধারা বদলে দিয়েছে। আগে স্টার্ট আপের নিরিখেও বিশ্বে ভারতকে গণ্য করা হত না। কিন্তু এখন ইউনিকর্ণের নিরিখে ভারত বিশ্বে তিন নম্বরে।’

সেদেশে বসবাসকারী ভারতীয়দের একটি বড়সড় দায়িত্বও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতি বছর যদি আপনারা যদি নিজেদের ৫ জন অভারতীয় বন্ধুকে ভারতে পাঠাতে পারেন, যদি তাঁদেরকে ভারত ভ্রমণ করতে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে পর্যটনের দিকেও ভারত বড় একটি শক্তি হয়ে উঠবে।’

উল্লেখ্য, গতকাল বার্লিন সফরের সময় দেশের ভারতীয় কচিকাঁচাদের সঙ্গে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে। সেখানে এক শিশু গান গেয়েও শোনায় তাঁকে। সেই ছবি নিজেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর