যাদবপুরে ঘাসফুলকে উপড়ে পদ্ম ফোটানোর ডাক নমোর!দেখুন, জিতলে কী করবেন বিজেপির অনির্বাণ

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে যাদবপুরে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি (Bharatiya Janata Party) তৃণমূল (Trinamool Congress) ও বামেদের মধ্যে। প্রচারও চলছে জোর কদমে। রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এবারে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন যুব নেত্রী সায়নী ঘোষ। বামেদের প্রার্থী হলেন সৃজন ভট্টাচার্য। আর বিজেপি প্রার্থী করেছেন উচ্চশিক্ষিত অনির্বাণ গাঙ্গুলিকে। ১ জুন যাদবপুর লোকসভা কেন্দ্র নির্বাচন রয়েছে। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য।

যখন থেকে বিজেপি প্রার্থী হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডঃ অনির্বাণ গাঙ্গুলির নাম ঘোষণা করা হয়েছে, তখন থেকে রীতিমত রাতদিন এক করে যাদবপুরের বিভিন্ন প্রান্তে ঘুরছেন নির্বাচনী প্রচারে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদিও (Narendra Modi) তার সমর্থনে জনসভা করেছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথাও শুনছেন। সাধারণ মানুষের জন্য কাজ করতে যে তিনি চান, তা তাঁর প্রচার অভিযান থেকেই স্পষ্ট। তবে এক্ষেত্রে তিনি বেশ কিছু কাজ করবেন বলে জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে।

   

আরোও পড়ুন : ধামাকা অফার! এবার ১২০০ টাকারও কমে পাবেন ফ্লাইটের টিকিট, সুখবর দিল এই জনপ্রিয় সংস্থা

যাদবপুর (Jadavpur) লোকসভায় বিজেপির বিজয় নিশ্চিত বলে মনে করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। বিজেপির হাত ধরে যাদবপুর লোকসভার উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করছে চান তিনি। পরিশুদ্ধ পানীয় জল, পাকা রাস্তা, মেট্রো সম্প্রসারণ, কোল্ডস্টোর, বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চান যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তাঁর আশ্বাস, আগামী পয়লা জুন তৃণমূল কংগ্রেসের গুন্ডারাজের অবসান ঘটবে।

এক্স হ্যান্ডেলে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আরোও আশা প্রকাশ করেন, নরেন্দ্র মোদী পুনরায় দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। দীর্ঘদিন ধরে যাদবপুর মূলত বাম দুর্গ হিসেবে পরিচিত ছিল। তৃণমূল এসে অবশ্য সেই তকমা সাফ হয়ে করে দিয়েছে বহুদিন হলো। ২০১৯ লোকসভা নির্বাচনে এই আসনেই তৃণমূলের টিকিটে জয়লাভ করেন মিমি চক্রবর্তী। এখন অনির্বাণের দাবি, যাদবপুরে তিনি জিতবেন। বাকি প্রার্থীরাও সেই একই কথা বলছেন। তবে, ১জুন নির্বাচনের পর ৪ জুন ভাগ্য নির্ধারণ দেশের সব রাজনৈতিক দলগুলির। সেদিকেই তাকিয়ে আমজনতা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর