সেপ্টেম্বরেই মোদী-জেলেনস্কি সাক্ষাৎ, ইউক্রেনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ট্রাম্পকে যোগ্য জবাব ভারতের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের নাকি ইউক্রেনের বাসিন্দাদের নিয়ে কোনও মাথাব্যথাই নেই। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সম্প্রতি এমনই সুরে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহেই এবার বড় চাল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে কথোপকথনের খবর শেয়ার করে কার্যত ট্রাম্পের থোতা মুখ ভোঁতা করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর (Narendra Modi)

আগামী ১৫ ই অগাস্ট আমেরিকা-রাশিয়া বৈঠক রয়েছে, সেকথা আগেই জানা গিয়েছিল। এই বৈঠকের সূত্র ধরেই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ইতি টানা যেতে পারে বলে আশা করা যাচ্ছে। ভারতও প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থানে থেকেছে বিষয়টি নিয়ে। এবার ইউক্রেনের সঙ্গে ভারতের হাত শক্ত করার বার্তা দিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বললেন মোদী (Narendra Modi)।

Narendra modi talked to ukraine president volodymyr zelenskyy

কী লিখেছেন নরেন্দ্র মোদী: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী (Narendra Modi) লিখেছেন, ‘রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলে এবং সাম্প্রতিক অগ্রগতি গুলি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি জেনে ভালো লাগল। সংঘর্ষের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি ভারতের অটল অবস্থানের কথা আমি তাঁকে জানিয়েছি। এ বিষয়ে যথাসম্ভব চেষ্টা করবে ভারত। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিও আগ্রহী ভারত।’ জেলেনস্কি এও জানিয়েছেন, সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

আরও পড়ুন : ট্রাম্পের শুল্কবোমায় বাঙালির পোয়াবারো, পুজোয় জলের দামে বিকোবে চিংড়ি!

ট্রাম্পকে উচিত বার্তা: উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের জেরে ইউক্রেনের সঙ্গে সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল ভারত। তবে সম্প্রতি ট্রাম্পের ‘অন্যায্য’ শুল্ক বাণের পরেও রাশিয়ার সঙ্গে আমেরিকার বৈঠকের প্রতি আগ্রহ দেখিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমেরিকা-রাশিয়ার বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বারবার বলেছেন, এটা যুদ্ধের যুগ নয়।

আরও পড়ুন : “গোটা ভারতকে বেচে দেবে”, পুতিনের ‘ঘোড়ার চাল’ নিয়ে মোদীকে সতর্ক করলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু

রাশিয়ার থেকে তেল কেনা নিয়েও ভারতকে কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প। মস্কোর সঙ্গে রপ্তানি সম্পর্ক গড়ে তুলে কিভের বিরুদ্ধে ভারত পুতিনের হাত শক্ত করছে বলে মন্তব্য করেছিলেন তিনি। পালটা ভারতও কড়া জবাব দিয়েছে। আর এবার জেলেনস্কির সঙ্গে কথোপকথন তুলে ধরে ফের ভারতের অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী।