বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে দেশের রেল মানচিত্রে বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৩টি নতুন ট্রেনের সূচনা করতে চলেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এই নতুন ট্রেনগুলির বড় অংশই চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং অসম থেকে।
১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী (Narendra Modi) দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন
রেল সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী সপ্তাহে যে ১৩টি নতুন ট্রেনের সূচনা করবেন তার মধ্যে ১০টি ট্রেন চালু হবে ভোটমুখী পশ্চিমবঙ্গ থেকে এবং বাকি তিনটি ট্রেন শুরু হবে অসম থেকে, যেখানে শীঘ্রই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন। একই দিনে মালদা থেকে তিনি ৬টি অমৃত ভারত ট্রেনের সূচনাও করবেন। ওই দিন মালদায় একটি জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর পরের দিন, অর্থাৎ ১৮ জানুয়ারি, অসম থেকে দুটি অমৃত ভারত ট্রেন এবং পশ্চিমবঙ্গ থেকে আরও তিনটি অমৃত ভারত ট্রেন চালু করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। রেল আধিকারিকদের মতে, এত অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে এতগুলি নতুন ট্রেনের সূচনা সাম্প্রতিক কালে এই প্রথম। এক রেল আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ থেকে যে অমৃত ভারত ট্রেনগুলি চালু হবে, সেগুলি দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, অসম থেকে একটি অমৃত ভারত ট্রেন চলবে গুয়াহাটি থেকে হরিয়াণার রোহতক পর্যন্ত এবং আর একটি ট্রেন চলবে ডিব্রুগড় থেকে লখনউ পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে যে অমৃত ভারত ট্রেনগুলি চালু হবে, সেগুলি হল –
- নিউ জলপাইগুড়ি–নাগেরকয়েল
- নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি
- আলিপুরদুয়ার–বেঙ্গালুরু
- আলিপুরদুয়ার–পানভেল
- বালুরঘাট–বেঙ্গালুরু
- রাধিকাপুর–বেঙ্গালুরু
- সাঁতরাগাছি (কলকাতা)–তাম্বরম
- হাওড়া–আনন্দ বিহার (দিল্লি)
- শিয়ালদহ–বারাণসী

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে ফেরা মৌসম নূর, এবার কোন কেন্দ্রের প্রার্থী হবেন?
রেল সূত্রে আরও জানানো হয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় অমৃত ভারত ট্রেনের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ট্রেনগুলি মূলত গরিব ও মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখে চালু করা হচ্ছে, যেখানে সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি আধুনিক ও আরামদায়ক পরিষেবা পাওয়া যাবে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট রেলওয়ে প্রতিটি পরিষেবার ভাড়াও ঘোষণা করবে। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) এতগুলো ট্রেনের সূচনা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে।












