ছাব্বিশের আগে বাংলাকে ৩২০০ কোটি টাকার প্রকল্প উপহার, আগামীকালই বঙ্গ সফরে মোদী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০ ডিসেম্বর, শনিবার বাংলায় আসছেন তিনি। রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড়সড় দুটি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রায় ৩২০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি নদিয়ার রানাঘাটে চালু হবে বলে জানা যাচ্ছে।

শনিবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম হল নদিয়ার জাতীয় সড়ক ৩৪ এর একটি বৃহৎ সড়ক প্রকল্প। বড়জাগুলি-কৃষ্ণনগর অংশের ৬৬.৭ কিমি দীর্ঘ চার লেনের রাস্তার উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার জাতীয় সড়ক ৩৪ এর বারাসত-বড়জাগুলি অংশেও ১৭.৬ কিমি দীর্ঘ চার লেনের সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামীকাল।

Narendra modi to inaugurate 3200 crore project in Bengal

কী সুবিধা হবে এতে: মনে করা হচ্ছে, এই দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের দৌলতে রাজ্যের সড়কপথে যোগাযোগ আরও উন্নত হবে। কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এই প্রকল্পগুলি চালুর পর। এর জেরে যাত্রী এবং বাণিজ্যিক পরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : এক কামড়েই মন ভরে যাবে! বাড়িতে বানান নরম-টেস্টি পাটিসাপটা পিঠে, জানুন প্রণালী

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: পিএমওর (Narendra Modi) বিবৃতি অনুযায়ী, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর প্রায় দু ঘন্টা পর্যন্ত সময় বাঁচবে, কমবে যানজট। মসৃণভাবে যান চলাচলের নিশ্চয়তা পাওয়া যাবে। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে একটি অত্যাবশ্যক সংযোগ স্থাপন করবে এই প্রকল্প।

আরও পড়ুন : “বলির পাঁঠা করা হচ্ছে”, মেসি কাণ্ডে ‘শিল্পী মানুষ’ শুভশ্রীর পাশে দাঁড়ালেন রচনা

পিএমওর বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রকল্পের উদ্বোধনের পর গাড়ির অপারেটিং খরচ কমবে। কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গেও উন্নত যোগাযোগ নিশ্চিত করা যাবে।