বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদী তার জনগণের প্রতি সমাদর এবং প্রতিবেশীদের প্রতি সদিচ্ছার কারণে একজন শক্তিশালী বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর এই ভাবমূর্তি দিন দিন মজবুত হচ্ছে। বিশ্বের সব বড় নেতাকে পেছনে ফেলে আবারও প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উঠে এসেছেন।
গত বছরের নভেম্বরে মর্নিং কনসাল্ট দ্বারা প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং-এ 70 শতাংশ অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রী মোদী শীর্ষে ছিলেন। সারা বিশ্বে প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই তথ্যটি 2019 সাল থেকে সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনের হার বেড়ে 71 শতাংশ হয়েছে। সাম্প্রতিক সমীক্ষায়, প্রধানমন্ত্রী মোদির অনুমোদনের রেটিং 77 শতাংশে পৌঁছেছে।
নরেন্দ্র মোদীর পর 63 শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোর। তৃতীয় স্থানে আছেন ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি। জার্মানির নয়া চ্যান্সেলর ওলাফ স্কোলজ রয়েছেন চতুর্থ স্থানে।
Global Leader Approval: Among All Adults https://t.co/wRhUGsLkjq
Modi: 77%
López Obrador: 63%
Draghi: 54%
Scholz: 45%
Kishida: 42%
Trudeau: 42%
Biden: 41%
Macron: 41%
Morrison: 41%
Moon: 40%
Bolsonaro: 39%
Sánchez: 38%
Johnson: 33%*Updated 03/17/22 pic.twitter.com/jELxQgEsLE
— Morning Consult (@MorningConsult) March 18, 2022
সবথেকে অবাক করা বিষয় হল, সুপার পাওয়ার আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এই তালিকায় 6 নম্বর স্থানে রয়েছেন। আর এই তালিকার সর্বশেষ স্থানে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ওনার প্রাপ্ত অ্যাপ্রুভাল রেটিং হল 33 শতাংশ।