ফের বাজল মোদী ডঙ্কা, বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী! অনেক পিছনে বাইডেন, ঋষি

বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা কে? এই প্রশ্নের উত্তর জানতে একটি সমীক্ষা চালিয়েছিল মার্কিন  ডেটা ইন্টেলিজেন্স সংস্থা দ্য মর্নিং কনসাল্ট। তাতে দেখা যাচ্ছে, গত বছরের মতো এ বছরও শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মোট ২২টি দেশের শীর্ষ নেতার মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয়, তা জানার চেষ্টা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, জনপ্রিয়তার নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী। এমনকী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও (Rishi Sunak) রয়েছেন মোদীর পিছনেই।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা কে তা জানতে চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি অবধি একটি সমীক্ষা চালিয়েছিল দ্য মর্নিং কনসাল্ট (The Morning Consult)। এই সময়ের মধ্যে মোট ২২টি দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের ভিত্তিতে ফলাফল হিসেব করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, ৭৮ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (Andres Manuel Lopez Obrador)। তিনি পেয়েছেন ৬৮ শতাংশ ভোট।

narendra modi

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুইস প্রেসিডেন্ট আলায়েন বারসেট (Alain Berset)। ৬২ শতাংশ মানুষ তাঁকে পছন্দ করেছেন। তবে জনপ্রিয়তার নিরিখে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও (Justin Trudeau) পিছিয়ে রয়েছেন অনেকটাই। সমীক্ষা অনুসারে, ৪০ শতাংশ মানুষ তাঁদের পছন্দ করেছেন। বাইডেন রয়েছেন সপ্তম স্থানে। অন্যদিকে, ট্রুডো তালিকার নবম স্থানে রয়েছেন।

এই সব নেতার চেয়েও কিছুটা পিছিয়ে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ৩০ শতাংশ মানুষের ভোট পেয়ে তিনি রয়েছেন তালিকার ১৩ তম স্থানে। তবে ৭৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে জনপ্রিয় মনে করলেও ব্যতিক্রম রয়েছে। ভারতের ১৮ শতাংশ মানুষ মোদীকে পছন্দ করেননি। তাঁদের মতে, নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হতে পারেন না। প্রসঙ্গত, গত ২০২০ সালের ২ মে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শিখরে পৌঁছয়।

joe biden 2023

ওই সময়ে তাঁর সপক্ষে ভোট দিয়েছিলেন ৮৪ শতাংশ মানুষ। অর্থাৎ, ৮৪ শতাংশ মানুষের মতে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। কিন্তু ২০২১ সালে করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউ থাবা বসায় ভারতে। ওই বছরের ৭ মে-র সমীক্ষায় দেখা যায়, ৬৩ শতাংশ মানুষ মোদীকে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানে রেখেছেন। জনপ্রিয়তার নিরিখে এটিই নরেন্দ্র মোদীর সর্বনিম্ন রেটিং। 

উল্লেখ্য, দ্য মর্নিং কনসাল্ট প্রতিদিন বিশ্বজুড়ে ২০ হাজার ইন্টারভিউ নেয়। বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা এই অনলাইন ইন্টারভিউগুলিতে অংশ নেন। সমীক্ষাগুলি বেশ কয়েকটি জিনিস মাথায় রেখে করা হয়। যেমন বয়স, লিঙ্গ, অঞ্চল ইত্যাদি। কিছু কিছু জায়গায় শিক্ষা ও সরকারি সূত্র ধরে এই সমীক্ষাগুলি চালানো হয়। 

Subhraroop

সম্পর্কিত খবর