‘এক রাষ্ট্র, এক পুলিসের পোশাক!’, জাতীয় ঐক্যের স্বার্থে ‘ওয়ান ইউনিফর্ম’ -এর দাবি মোদির

বাংলাহান্ট ডেস্ক : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। আর তার জন্য দরকার জাতীয় ঐক্যের ওপরে গুরুত্ব দেওয়া। শুক্রবার একটি শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি এদিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের প্রাথমিক দায়িত্ব, তবে দেশের ঐক্য ও সংহতির কথাও মাথায় রাখতে হবে সবার আগে। শুক্রবার ওই শিবিরে দেশের সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মোদি। আর সেখানেই, এক দেশ, এক ইউনিফর্মের কথাও উঠে আসে তাঁর ভাষনে। তিনি মনে করেন দেশের সমস্ত রাজ্যে পুলিসের একই পোশাক হওয়া উচিত।

মোদি এদিন বলেন, প্রতিটি রাজ্য অন্য রাজ্যের কাছ থেকে শিক্ষা নিতে পারে। দেশের স্বার্থে অন্যের কাজ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এটাই দেশের নাগরিকদের প্রতি একটি সরকারের কর্তব্য। এক দেশ, এক ইউনিফর্ম নিয়ে সব রাজ্যগুলির মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন বলেই মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, কোনও অপরাধ শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অপরাধ হতে পারে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক। তাই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে বোঝাপড়া থাকা অত্যন্ত জরুরি। তাঁর মতে, সব রাজ্যের মধ্যে সহযোগিতা না থাকলে এসব সমস্যার সমাধান হওয়া প্রায় অসম্ভব।

প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দেশের সুরক্ষা নিয়ে আলোচনা করাই ছিল দুদিনের চিন্তন শিবিরের মূল উদ্দেশ্য। পুলিশ বাহিনীর আধুনিকীকরণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং বিচারের ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির ব্যবহার, সীমান্ত সুরক্ষা, উপকূলীয় নিরাপত্তা, নারী সুরক্ষা, মাদক পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিই ছিল মূল আলোচ্য বিষয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে হওয়া এই শিবিরে মোট ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৬ টি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ওই শিবিরে বক্তব্য পেশ করেন অমিত শাহ। সেখানে তিনি উল্লেখ করেন, সারা দেশের সব রাজ্যের সাধারণ সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেই এই শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরের জম্মু ও কাশ্মীরের উন্নয়নের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রীর মতো তাঁকেও বলতে শোনা যায়, অপরাধের ধরন পাল্টাচ্ছে, আর তাউ তদন্তের ক্ষেত্রেও বদল আনা অত্যন্ত জরুরি।

Sudipto

সম্পর্কিত খবর