‘সঠিক সিদ্ধান্ত নিতে দেরী করেছেন, প্রাণ হারিয়েছে বহু মানুষ’- মোদীকে তীব্র আক্রমণ মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আবারও তুঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত। করোনা ভাইরাস ইস্যুতে প্রথম থেকেই বিভিন্ন রাজ্যের সঙ্গে একটা সংঘর্ষ চলে আসছে কেন্দ্রের। তবে এই সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) এক বড় ঘোষণার সমালোচনাও করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)।

সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ‘২১ শে জুন সোমবার থেকে দেশে প্রতিটি রাজ্যে ১৮ বছরের উপরের সমস্ত নাগরিকদের জন্য ভারত সরকার রাজ্যগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। ভ্যাকসিন উৎপাদনের ৭৫ শতাংশ ভারত সরকার নিজে কিনে রাজ্যগুলোকে বণ্টন করবে। ভ্যাকসিন কেনার জন্য রাজ্যগুলোকে আর আলাদা করে টাকা খরচ করতে হবে না। তবে এরমধ্যে কেউ যদি ব্যক্তিগত ভাবে ভ্যাকসিন কিনতে চায়, তাহলে সে নিজে কিনে নিতে পারবেন’।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বিভিন্ন মহল থেকে তাঁর যেমন প্রশংসা করা হয়েছে, তেমন কিন্তু অন্যদিকে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রধানমন্ত্রীকে কম সমালোচিতও হতে হয়নি। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে অনেকটা দেরী করে ফেললেন’।

তিনি আরও বলেন, ‘করনাকালে প্রথম থেকেই দেশের মানুষের সুবিধাটা দেখা উচিৎ ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু কিছুটা দেরীতে হলেও সঠিক সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী, তবে ইতিমধ্যেই বেশকিছু মানুষ প্রাণ হারালেন। আশা করব, এবার থেকে সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চালানো হবে। সেই ২১ শে ফেব্রুয়ারির পর থেকে একাধিকবার চিঠি লিখে ফ্রি ভ্যাকসিন করার আবেদন করার পর, শেষে আমাদের চাপে ৪ মাস পর তা মেনে নিলেন প্রধানমন্ত্রী’।

X