বাংলায় ৫টি জনসভা মোদির! আদৌও সময় পাওয়া যাবে তো? ধন্দে রাজ্যের BJP নেতারাই

বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। এ বার লড়াইয়ের ময়দানে আসতে চলেছেন এই যুদ্ধের সবচেয়ে প্রভাবশালী যোদ্ধা। এবার আসরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা যাচ্ছে, নির্বাচন ঘোষণার পর বিজেপির প্রধান মুখ প্রচারে নামবেন। এর আগেই অবশ্য দেশের সব রাজ্যেই ভোট প্রস্তুতির সভাও করবেন নমো। বিশেষ সূত্রে খবর বাংলায় মোদির পাঁচটি সভা হতে পারে।

প্রধানমন্ত্রী অতটা সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্য বিজেপি নেতাদের অনেকেই। এই বিষয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এই পরিকল্পনার সমস্তটাই করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি থেকেই সবটা ঠিক হবে। ফলে আমাদের চিন্তা করার বিশেষ কিছু নেই। দিল্লির নির্দেশ পালন করাই আমাদের কাজ। তবে মোদিজিকে বেশি করে পাওয়া তো সৌভাগ্যের বিষয়। আমরা চাই, আরও বেশি বেশি তাঁর সভা হোক।’

bjp 5

প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার গড়েছিল ২৮২ আসন পেয়ে। ২০১৯-এ বিজেপির আসনসংখ্যা বেড়ে হয় ৩০৩। গেরুয়া শিবির মনে করছে, মোট আসনসংখ্যা বাড়াতে হলে, আগে জেতার মতো পরিস্থিতি থাকলেও জয় আসেনি এমন লোকসভা আসনগুলির দিকে বাড়তি নজর দেওয়া দরকার। সে কারণেই গত জুন মাসে দেশের ১৪৪টি হেরে যাওয়া আসনকে বিশেষ নজরে আনা হয়। পরে অবশ্য সেই আসনসংখ্যা আরও বাড়িয়ে করা হয় ১৬০।

বিজেপি চারটি করে আসন নিয়ে এক একটি ‘ক্লাস্টার’ তৈরি করেছে। প্রতিটি ক্লাস্টারের জন্য এক জন কেন্দ্রীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যের এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির নাম ছিল— ‘লোকসভা প্রবাস যোজনা’। মন্ত্রীরা সব আসন ঘুরে রিপোর্টও জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতে নির্বাচন প্রস্তুতির ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি। এ বার ঠিক হয়েছে সব ক’টি ক্লাস্টারে প্রধানমন্ত্রী একটি করে সভা করবেন। আর ক্লাস্টারের মধ্যে থাকা দু’টি করে আসন নিয়ে আলাদা করে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এই হিসাবে বাংলায় মোট ৫টি সভা হতে চলেছে প্রধানমন্ত্রীর। এখন দেখার বঙ্গ বিজেপির জন্য কতটা সময় তিনি বার করতে পারেন।


Sudipto

সম্পর্কিত খবর