বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ শেষ হয়ে শুরু হল ২০২১। আরও একটি নতুন বছরের (new year) শুভ সূচনা হল। পুরোন বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি, খারাপ অনুভূতিকে ফেলে রেখে নতুন এবং শুভ অনুভূতিকে নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা সকল দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। সেইসঙ্গে করোনা আতঙ্কের মধ্যেও সমস্ত বিধি মেনেই খুশির জোয়ারে ভেসে গিয়েছিল দেশবাসী।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘Wishing you a happy 2021! May this year bring good health, joy and prosperity. May the spirit of hope and wellness prevail‘ – ২০২১ নতুন বছরের শুভেচ্ছা রইল সকলের জন্য। এই নতুন সকলের জীবনেই সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। আশা করব সকলেই যেন সুস্থতার সঙ্গে থাকতে পারেন’।
Wishing you a happy 2021!
May this year bring good health, joy and prosperity.
May the spirit of hope and wellness prevail.
— Narendra Modi (@narendramodi) January 1, 2021
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘নতুন বছরের অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল। নতুন বছর নতুন রূপে সবকিছু শুরু করতে আমাদের সাহস জোগায়। এই করোনা মহামারির সমস্যাগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে একজোট হয়ে লড়াই চালিয়ে যেতে হবে’।
नव वर्ष की हार्दिक बधाई और शुभकामनाएं।
नया साल, एक नई शुरुआत करने का अवसर होता है और व्यक्तिगत एवं सामूहिक विकास के हमारे संकल्प को बल देता है।
कोविड-19 से उत्पन्न चुनौतियों का यह समय, हम सभी के लिए एकजुट होकर आगे बढ़ने का समय है।
— President of India (@rashtrapatibhvn) January 1, 2021
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইটে লিখেছেন, ‘করোনা মহামারির মধ্যে এই নতুন বছর অনেক নতুন আশা আকাঙ্খা নিয়ে আসছে। সকল দেশবাসীর প্রতি এই নতুন বছরেরে জন্য অনেক শুভকামনা রইল’।
कोरोना महामारी के बीच इस बार नया साल नई उम्मीदों और नई आकांक्षाओं को लेकर आ रहा है। सभी देशवासियों को नए साल की ढेरों शुभकामनाएं। pic.twitter.com/vmhJIU9I4N
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 1, 2021
নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাঝেও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘নতুন বছরের শুরুতেই যাদের হারিয়েছি তাদের কথা আমরা স্মরণ করব এবং যারা আমাদের সুরক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। যেসকল কৃষক এবং শ্রমিকরা তাদের সম্মানের জন্য লড়ছে, তাদের প্রতি আমার সমবেদনা রইল। সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই’।
As the new year begins, we remember those who we lost and thank all those who protect and sacrifice for us.
My heart is with the farmers and labourers fighting unjust forces with dignity and honour.
Happy new year to all. pic.twitter.com/L0esBsMeqW
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2020
নতুন বছরের সকালেই প্রয়াগরাজের সঙ্গমে প্রচুর লোকের সমাগম দেখা যায়। অনেকেই আবার নতুন বছরের প্রথম দিনে অমৃতসরের স্বর্ণ মন্দির বা মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন ভগবান দর্শন করে নতুন বছরের শুভ সূচনা করতে। আবার অনেকে গুয়াহাটি থেকে বছরের প্রথম সূর্যোদয়ের দৃশ্য আবার বেনারসের আসি ঘাটে মা গঙ্গা আরতি দৃশ্যের সাক্ষী হয়েছিলেন।
Prayagraj: People gathered at Sangam ghat to offer prayers, take holy dip and witness the breaking of dawn on the first day of the new year pic.twitter.com/kk6hpgOGu3
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 1, 2021
#WATCH | Devotees in large numbers visit Golden Temple in Amritsar to seek blessings on the first day of the year 2021 pic.twitter.com/kvpGOiM3ka
— ANI (@ANI) January 1, 2021
#WATCH | Devotees visit Mumbai's Siddhivinayak temple to offer their prayers on New Year#Maharashtra pic.twitter.com/AJ3nWwaMzB
— ANI (@ANI) January 1, 2021
Delhi: Gurudwara Bangla Sahib was lit up to mark the commencement of the new year 2021
"We pray for this year to be a lot less painful. We hope that prosperity touches everyone's life," says a visiting devotee pic.twitter.com/rR8Nuyeu4N
— ANI (@ANI) December 31, 2020
#WATCH | Ganga Aarti being performed at the Assi ghat in Varanasi, on the first day of the year 2021 pic.twitter.com/4KtnmFoIyQ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 1, 2021