চেতেশ্বর পূজারা অবসর নিতেই চিঠি পাঠালেন মোদী! দিলেন বিশেষ পরামর্শ

Published on:

Published on:

Narendra Modi writes letter to Cheteshwar Pujara.

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূজারার উদ্দেশ্যেএকটি চিঠি লিখেছেন এবং তাঁকে জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা জানিয়েছেন।জানিয়ে রাখি যে, চেতেশ্বর পূজারা গত ২৪ অগাস্ট ভারতীয় ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। এদিকে, পূজারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী মোদীর চিঠিটি সামনে এনেছেন এবং তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

পূজারাকে (Cheteshwar Pujara) চিঠি দিলেন মোদী:

কী জানিয়েছেন প্রধানমন্ত্রী: মোদী চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) খেলার প্রশংসা করেছেন এবং তাঁকে একজন দুর্দান্ত ক্রিকেটার হিসেবে অভিহিত করেছেন। মোদী চেতেশ্বর পূজারাকে তবে দুর্দান্ত ক্রিকেট কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন। ওই চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, “ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে আপনার সিদ্ধান্তের কথা আমি জানতে পেরেছি। এই ঘোষণার পর, ভক্ত এবং ক্রিকেট জগতের পক্ষ থেকে আপনার সাফল্যের জন্য প্রশংসার বন্যা বইছে। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনার অসাধারণ ক্রিকেট কেরিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, “ক্রিকেটের ছোট ফরম্যাটের আধিপত্যের যুগে, আপনি আমাদের দীর্ঘ ফরম্যাটের খেলার সৌন্দর্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন। আপনার (Cheteshwar Pujara) মেজাজ এবং দীর্ঘ সময় ধরে দুর্দান্ত একাগ্রতার সঙ্গে ব্যাট করার ক্ষমতা আপনাকে ভারতীয় ব্যাটিং অর্ডারের স্তম্ভ করে তুলেছিল।”

আরও পড়ুন: সিদ্ধান্ত বদল! ইডেনের পরিবর্তে ১৪ বছর পর ফের যুবভারতীতেই আসছেন লিওনেল মেসি

মোদী জানান, “আপনার (Cheteshwar Pujara) দুর্দান্ত ক্রিকেট কেরিয়ার অসাধারণ দক্ষতা এবং সংকল্পের মুহূর্তগুলিতে পরিপূর্ণ। বিশেষ করে বিদেশের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে। উদাহরণস্বরূপ, ভক্তরা সবসময় অস্ট্রেলিয়ার টেস্টের মতো ঘটনাগুলি মনে রাখবেন, যখন আপনি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম ঐতিহাসিক সিরিজ জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন! অন্যতম শক্তিশালী বোলিং আক্রমণগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি দেখিয়েছেন দলের দায়িত্ব নেওয়ার অর্থ কী।”

আরও পড়ুন: বিদেশের মাটিতেও বাঙালিয়ানার জয়! বিলেতে মহাসমারোহে সম্পন্ন হচ্ছে UKBC-র বার্ষিক আয়োজন

খেলার সঙ্গে সংযুক্ত থাকার পরামর্শ: প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি নিশ্চিত আপনার (Cheteshwar Pujara) বাবা, যিনি নিজেও একজন ক্রিকেটার এবং আপনার মেন্টর, আপনার জন্য গর্বিত। পূজা এবং অদিতি আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে পেরে খুশি হবে। মাঠের বাইরেও, একজন ধারাভাষ্যকার হিসেবে আপনার বিশ্লেষণ ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত মূল্যবান। আমি নিশ্চিত যে আপনি নিজেকে খেলার সঙ্গে সংযুক্ত রাখবেন এবং উদীয়মান ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন। আপনার আগামী সফরের জন্য শুভকামনা।”