রাম মন্দির-অপারেশন সিঁদুর থেকে নকশালবাদ-GST! দীপাবলিতে জাতির উদ্দেশ্যে চিঠি প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

Narendra Modi wrote letter to the nation on Diwali.

বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীর উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এক আবেগপূর্ণ চিঠি প্রকাশ করেছেন। চিঠিতে তিনি শুধু উৎসবের আনন্দ ভাগ করে নেননি, পাশাপাশি দেশের সাম্প্রতিক সাফল্য, আত্মনির্ভর ভারতের স্বপ্ন ও নাগরিকদের প্রতি তাঁর আহ্বানও তুলে ধরেছেন। মোদী লিখেছেন, “আমি আপনাদের সকলকে শক্তি ও উৎসাহে ভরা দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রী রাম আমাদের ধর্মীয় অখণ্ডতা বজায় রাখার শিক্ষা দেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস দেন। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরের সময় আমরা এর উদাহরণ দেখেছি।”

দীপাবলিতে জাতির উদ্দেশ্যে চিঠিতে বার্তা মোদির (Narendra Modi)

চিঠিতে প্রধানমন্ত্রী (Narendra Modi) ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এটি ভগবান রামের আদর্শের প্রতিফলন। পাশাপাশি, তিনি জানান যে দেশের বহু জেলা ও প্রত্যন্ত অঞ্চল এখন নকশালবাদ ও মাওবাদ মুক্ত হয়েছে, ফলে এই প্রথমবার সেখানে দীপাবলির আলো জ্বলবে। তাঁর কথায়, “আমরা অনেক ব্যক্তিকে সহিংসতার পথ ত্যাগ করে উন্নয়নের মূলধারায় যোগদান করতে দেখেছি। তাঁরা দেশের সংবিধানের প্রতি আস্থা রেখেছেন, যা ভারতের জন্য এক বড় প্রাপ্তি।”

আরও পড়ুন:ধনতেরসের দিন ধনবর্ষা মথুরায়! বাঁকে বিহারী মন্দিরে মিলল ‘সাত রাজার ধন’

মোদী (Narendra Modi) তাঁর চিঠিতে অর্থনৈতিক সংস্কার ও জিএসটি সংস্কারের কথাও তুলে ধরেছেন। তিনি জানান, নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পর ‘জিএসটি বচত উৎসব’-এর মাধ্যমে নাগরিকরা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছেন। তাঁর মতে, এই সঞ্চয় দেশজুড়ে ভোগ্যপণ্যের চাহিদা বাড়াচ্ছে এবং অর্থনীতিতে নতুন গতি এনে দিচ্ছে। প্রধানমন্ত্রী লিখেছেন, “এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দেশ এখন পরবর্তী প্রজন্মের সংস্কারের পথে এগিয়ে চলেছে।”

বিশ্বজুড়ে অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের অবস্থানকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে বর্ণনা করে মোদী (Narendra Modi) বলেছেন, “বিশ্বের নানা সঙ্কটের মধ্যেও ভারত স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে।”

Narendra Modi wrote letter to the nation on Diwali.

আরও পড়ুন:ভাইফোঁটায় খাসির মাংস দিয়ে বানান ঢাকার স্টাইলে কাচ্চি বিরিয়ানি, হাত চাটবে সকলে, রইল ইজি রেসিপি…

চিঠিতে মোদী (Narendra Modi) দেশবাসীর উদ্দেশে কিছু আবেদনও রেখেছেন। তিনি নাগরিকদের ‘স্বদেশী’ পণ্য গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা গর্বের সঙ্গে বলি, এটি স্বদেশী! এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রচার করি, সব ভাষাকে সম্মান করি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি এবং আমাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেই।” তিনি আরও যোগ করেন, “আসুন আমরা খাবারে তেলের ব্যবহার ১০ শতাংশ কমাই, যোগব্যায়ামকে জীবনের অংশ করি এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলি।” চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী দীপাবলির বার্তা তুলে ধরে লিখেছেন, “দীপাবলি আমাদের শেখায়, যখন একটি প্রদীপ অন্য প্রদীপ জ্বালায়, তখন তার আলো কমে না, বরং আরও বৃদ্ধি পায়। আসুন আমরা এই দীপাবলিতে সম্প্রীতি, সহযোগিতা ও ইতিবাচকতার প্রদীপ জ্বালাই।”

দীপাবলির উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) এই বার্তা শুধু উৎসবের শুভেচ্ছাই নয়, বরং নাগরিক দায়িত্ব, দেশীয় গর্ব ও সমবিকাশের প্রতিশ্রুতি—সব মিলিয়ে এক ইতিবাচক, অনুপ্রেরণামূলক আহ্বান হয়ে উঠেছে।