বারাসাতে বহাল থাকছে প্রধানমন্ত্রীর সভা, শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রীর কর্মসূচী

বাংলাহান্ট ডেস্কঃ শেষ মুহূর্তে বাতিল করা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সভা, পিছিয়ে গেল আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একই দিনে সভা হওয়ার কথা ছিল বারাসাতে। স্বপ্ল দূরত্বের ব্যবধানেই দুই সভা হওয়ার কথা থাকলেও, সংঘর্ষের আঁচ করে মুখ্যমন্ত্রীর সভা বাতিল করল নির্বাচন কমিশন। বেছে নিতে বলা হল বিকল্প দিন।

সোমবার বারাসাত বিধানসভা কেন্দ্রের কাছারি ময়দানে দুপুর ৩ টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার ঘোষণা আগেই করা হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর সভা ঘোষণা হওয়ার পরই তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ওই একই দিনে সকাল ১১ টা নাগাদ বারাসাত স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

966264 mamata modi

প্রধানমন্ত্রীর সভাস্থলের ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর সভা করার কথা থাকলেও, তা বাতিল করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর সভা বাতিল হলেও, বহাল থাকছে প্রধানমন্ত্রীর সভা। অন্যদিকে সোমবারের পরিবর্তে মঙ্গলবার বারাসাত স্টেডিয়ামে সকাল ১১ টা নাগাদ সভা হবে মুখ্যমন্ত্রীর।

একই দিনে দুই ‘হাইভোল্টেজ’ সভা ঘিরে বারাসাতে উত্তপ্ত পরিস্থিতির আঁচ করতে পেরেই আগে থাকতেই মুখ্যমন্ত্রীর সভা বাতল করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৩ টে বেজে ১৫ মিনিট নাগাদ হেলিপ্যাডে বারাসাতে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকে সভাস্থলে উপস্থিত হবেন।

মুখ্যমন্ত্রীর সভা পিছিয়ে যাওয়ার প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘১২ ই এপ্রিল সোমবারের বদলে ১৩ ই এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর