মঙ্গল গ্রহে প্রথমবার হেলিকপ্টার উড়িয়ে ইতিহাস গড়ল NASA, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গল গ্রহে (Mars) জীবন আর জলের খোঁজের জন্য আমেরিকার স্পেস এজেন্সি NASA-র তরফ থেকে জারি অভিযানের মধ্যে সোমবার বড়সড় সফলতা হাতে এসেছে। NASA জানিয়েছে যে, তাঁদের পার্সিভার রোভার থেকে মঙ্গলে পাঠানো ইনজেনুটি (Ingenuity) হেলিকপ্টার মঙ্গলে প্রথম সফল ভাবে উড়েছে। এটাই প্রথম যে, পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে হেলিকপ্টার ওড়ানো হল। নাসা এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও জারি করেছে।

মঙ্গল গ্রহে নাসা তাঁদের হেলিকপ্টার ওড়ানোর মুহূর্ত লাইভ সম্প্রসারণ করে। ভিডিও তে দেখা যাচ্ছে যে, নাসার ইনজেনুটি হেলিকপ্টার কয়েক সেকেন্ড মঙ্গলে উড়তে থাকে। হেলিকপ্টারটি যখন মঙ্গলে ওড়া শুরু করে, তখন নাসার ল্যাবে হাততালি দেওয়া শুরু হয়। বৈজ্ঞানিকরা এই সফলতা নিয়ে ব্যাপক উৎসাহিত।

লাল গ্রহে নাসার হেলিকপ্টারের সফল হওয়ার পর মার্স হেলিকপ্টার প্রোজেক্টের ম্যানেজার নাসার গোটা টিমকে শুভেচ্ছা জানায়। উনি জানান যে, ওনার টিম এই অভিযানের জন্য ছয় বছরের বেশি সময় ধরে কাজ করে আসছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর