মঙ্গল গ্রহে দেখা গেল সূর্যগ্রহণের বিরল দৃশ্য, ভিডিও প্রকাশ করলো NASA

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলগ্রহ নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। আর সেই কারণেই সঠিক তথ্য সংগ্রহের জন্য একের পর এক অভিযান সম্পন্ন হচ্ছে। এমনকি, মঙ্গলে মানুষের বসতি স্থাপনের জন্যও নেওয়া হচ্ছে উদ্যোগ। এমতাবস্থায়, সেই গ্রহ থেকেই সামনে এল অদ্ভুত এক বিরল দৃশ্য। সম্প্রতি, NASA-র Perseverance Rover মহাকাশ থেকে একটি সুন্দর উপহার পাঠিয়েছে পৃথিবীবাসীর জন্য।

মঙ্গলগ্রহের প্রাকৃতিক উপগ্রহ ফোবোসের একটি বিরল ভিডিও প্রকাশিত হয়েছে। ওই ভিডিওটিতে লাল গ্রহের প্রাকৃতিক উপগ্রহ ফোবোসকে সূর্যের উপর দিয়ে যেতে দেখা গেছে। এই স্যাটেলাইটটি দেখতে অনেকটা আলুর মতো। জানা গিয়েছে, গত ২ এপ্রিল Perseverance সূর্যগ্রহণের এই আশ্চর্যজনক ভিডিওটি ক্যামেরাবন্দী করেছে।

Perseverance-এর মিশন পরিচালনাকারী সাউথ ক্যারোলিনায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল), এই গ্রহণের ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওটি মঙ্গলের পৃষ্ঠে ফোবোস উপগ্রহের প্রভাব এবং এর মাধ্যাকর্ষণ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহায়তা করবে বিজ্ঞানীদের।

মঙ্গল গ্রহের অন্যান্য রোভার, যেমন নাসার কিউরিসিটি রোভারও এই সূর্যগ্রহণের ঘটনা ক্যামেরায় বন্দী করেছে। যদিও, Perseverance দ্বারা তোলা এই ভিডিওটিকেই এখনও পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ভিডিও হিসেবে মনে করা হচ্ছে। এই ভিডিওটি Perseverance-এর Mastcam-Z ক্যামেরা দিয়ে তোলা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদের তুলনায় ফোবোস আকারে প্রায় ১৫৭ গুণ ছোট। মঙ্গলের দ্বিতীয় প্রাকৃতিক উপগ্রহ ডেইমোস আবার আকারে ফোবোসের চেয়েও ছোট। গবেষকরা জানিয়েছেন যে, ফোবোস একটি “ডেথ স্পাইরাল”-এর মধ্যে রয়েছে যা ১০ মিলিয়ন বছর পরে মঙ্গল গ্রহের পৃষ্ঠে আঘাত করবে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই ধরনের পর্যবেক্ষণ থেকে মঙ্গল গ্রহের পৃষ্ঠ, ভূত্বক এবং ম্যান্টেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে। উল্লেখ্য যে, এর আগে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে শীতকাল কেমন হয় তার ছবি শেয়ার করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর