একটি-দুটি নয় পুরো চারটি চাঁদ রয়েছে পৃথিবীর কাছের এই গ্রহের, ভিডিও প্রকাশ করল NASA

বাংলা হান্ট ডেস্কঃ চাঁদ সারা পৃথিবীর কাছেই এক বিরল সৌন্দর্যের প্রতীক। তবে সৌরজগতের সব গ্রহের কিন্তু একটি করে উপগ্রহ নেই। বরং অনেকেরই উপগ্রহের সংখ্যা প্রচুর। এদের মধ্যে অন্যতম হল শনি। সেই অর্থে বলতে গেলে এর মোট উপগ্রহের সংখ্যা ৮২, যার মধ্যে মাত্র ৫৩ টিকেই এখনও পর্যন্ত নাম দিতে পেরেছেন বিজ্ঞানীরা। তার মধ্যে আবার ২৯ টি হল প্রধান। আর যদি চাঁদ দিয়ে হিসেব করতে হয় তাহলে পৃথিবীর যেমন একটি চাঁদ রয়েছে শনির রয়েছে মূলত চারটি চাঁদ।

এই সমস্ত তথ্যের বেশিরভাগই পৃথিবীর সামনে এনেছেন নাসা। নাসার শক্তিশালী টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ সর্বদাই নজর রাখে মহাকাশে। এবার ফের একবার এই শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে ধরা পড়ল এক অভূতপূর্ব ছবি। এবার দেখা গেল শনির ‘মুন প্যারেড’। পৃথিবীর উপগ্রহ চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন তার নাম দেওয়া হয় ‘মুন প্যারেড’। এবার শনির দিকে নিরীক্ষণ করতে করতে অদ্ভুত এক ছবি তুলে আনলেন বিজ্ঞানীরা।

অবশ্য কৃতিত্ব হাবল স্পেস টেলিস্কোপের। এই টেলিস্কোপের মাধ্যমেই ধরা পড়েছে চারটি চাঁদের একইসঙ্গে প্রদক্ষিণের চিত্র। এর একটি ছোট ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ইনস্ট্রাগ্রামে সকলের জন্য ভাগ করে নিয়েছে নাসা। যা এখন সারা দুনিয়া জুড়ে ভীষণরকম ভাইরাল মহাকাশ প্রেমীদের মধ্যে। মহাকাশে প্রতিনিয়তই ঘটে চলেছে কোনও-না-কোনও অদ্ভুত ঘটনা। এর আগেও এ ধরনের একাধিক মনমুগ্ধকর ছবি সকলের সামনে এনেছে হাবল স্পেস টেলিস্কোপ। এবার ফের একবার এই একই কাজ করলো যন্ত্রটি।

https://www.instagram.com/reel/CUsRzHRlL1X/?utm_medium=copy_link

ইনস্টাগ্রামে এইদৃশ্য শেয়ার করে নাসার তরফে লেখা হয়েছে , “হাবলের দৌলতে সামনে আসা এক বিস্ময়কর দৃশ্যে শনির চারটি চাঁদকে তাদের গ্রহের সামনে দিয়ে যেতে দেখা যাচ্ছে। আইসি মুন এনসেলাডাস এবং ডিওন বাম দিকে এবং দৈত্যাকার অরেঞ্জ মুন টাইটান এবং আইসি মিমাস ডানদিকে।” এক্ষেত্রে জানিয়ে রাখি টাইটান হল শনির সবথেকে বড় উপগ্রহ। চাঁদের সঙ্গে তুলনা করলে এর ব্যাস প্রায় ১৪৮% বড়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর