কোনো মুসলিম ধর্মাবলম্বী তো হিন্দু দেবদেবীদের নিয়ে অপমানজনক কিছু বলে না, পয়গম্বর-বিতর্কে সরব নাসিরুদ্দিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নুপূর শর্মার (Nupur Shsrma) মন্তব‍্যে তোলপাড় দেশ তথা গোটা বিশ্ব। পয়গম্বর হজরত মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব‍্য করার জন‍্য নুপূরের বিরুদ্ধে সরব মুসলিম প্রধান দেশগুলি। বিষয়টা নিয়ে এখনো নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নাসিরুদ্দিন আর্জি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে। তবেই ঘৃণার বিষ ছড়ানো বন্ধ হবে। অভিনেতা বলেন, “আমি আশা করব প্রধানমন্ত্রী মোদী যেসব বিদ্বেষীদের টুইটারে ফলো করেন… তাঁকেই কিছু করতে হবে ওদের চুপ করানোর জন‍্য, কারণ তাঁর কথাতেই কাজ হবে।”


নুপূর শর্মা দাবি করেছিলেন, শিবলিঙ্গ নিয়ে ক্রমাগত কটুক্তি শুনে শুনেই পয়গম্বর সম্পর্কে ওই বিষ্ফোরক মন্তব‍্য করেছেন তিনি। কিন্তু এদিন নাসিরুদ্দিন বলেন, তিনি অন্তত মনে করতে পারছেন না কোনো মুসলিম ধর্মাবলম্বী ব‍্যক্তি হিন্দু দেবদেবী সম্পর্কে এমন মন্তব‍্য করেছেন কিনা। তিনি আরো বলেন, নুপূর শর্মা বিজেপির জাতীয় মুখপাত্র। তাই উপর মহলের সম্মতি ছাড়া তিনি কিছু বলেছেন এমনটা হতে পারে না বলেই বিশ্বাস করেন নাসিরুদ্দিন।

তবে নূপূরকে যেভাবে খুন, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তারও প্রতিবাদ করেন নাসিরুদ্দিন। তাঁর কথায়, “এই কারণেই পাকিস্তান আর আফগানিস্তান এই পরিস্থিতিতে রয়েছে। ওই দেশগুলোর মতো হওয়ার দরকার নেই আমাদের। কিন্তু আমরা সেটাই করছি। গোহত‍্যা করার সন্দেহে মানুষকে নির্বিচারে হত‍্যা করা হচ্ছে। এগুলো বর্বর মুসলিম প্রধান দেশগুলোতে হয়। ভারতে নয়।”

এ প্রসঙ্গে শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে মাদক কাণ্ডে ‘ফাঁসানো’র ঘটনার কথাও টেনে আনেন নাসিরুদ্দিন‌। কিং খান যে ব‍্যক্তিত্বের সঙ্গে গোটা ব‍্যাপারটা সামলে ছিলেন তার প্রশংসাও করেন বর্ষীয়ান অভিনেতা। তৃণমূলকে সমর্থন করার জন‍্য এবং মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রশংসা করার জন‍্য এই ঘটনাটা ঘটল শাহরুখের সঙ্গে, দাবি নাসিরুদ্দিনের।

তবে তিনি বলেন, যেসব মুসলিমরা ভারতে নিজেদের সংখ‍্যালঘু মনে করে থাকতে ভয় পায়, তিনি তাদের মধ‍্যে পড়েন না। “আমি নিজেকে সংখ‍্যালঘু মনে করি না। এই দেশে আমি খারাপ নেই”, বক্তব‍্য নাসিরুদ্দিন শাহের।

X