দীর্ঘ প্রতীক্ষার অবসান! এবার ট্রেন চলল নশিপুর রেল ব্রিজেও, উত্তরবঙ্গ সফর হবে এখন আরোও সহজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের পক্ষ থেকে তাদের পরিষেবাকে ক্রমাগত উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের কথা মাথায় রেখে আধুনিক করা হচ্ছে রেললাইন। বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে স্টেশন, রেল ব্রিজ ইত্যাদি। সময়ের সাথে তাল মিলিয়ে নিয়ে আসা হয়েছে একাধিক প্রিমিয়াম ট্রেন। এই প্রিমিয়াম ট্রেনগুলি যাত্রী স্বাচ্ছন্দ্যের দিক থেকে বিশ্বমানের।

বন্দে ভারত, অমৃত ভারত-এর মতো আধুনিক ট্রেনগুলি বাংলা সহ গোটা ভারতে চলছে। আগামী দুই-তিন বছরের মধ্যে ভারতে হয়ত চালু হতে পারে বুলেট ট্রেনও। এবার দীর্ঘ প্রতীক্ষিত বাংলার একটি ট্রেন রুট নিয়ে উঠে আসছে বড় আপডেট। এই রুটে ট্রেন চলাচল শুরু হলে বহু যাত্রীর সুবিধা হবে।মুর্শিদাবাদের (Murshidabad) নসিপুর রেল ব্রিজ নিয়ে আজ আমরা আলোচনা করছি এই প্রতিবেদনে।

আরোও পড়ুন : হাই অ্যালার্ট জারি দক্ষিণবঙ্গে! আগামী ৪৮ ঘন্টায় প্রবল দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা

ভাগীরথী নদীর ওপরে তৈরি হওয়া নসিপুর রেল সেতু দিয়ে দূরপাল্লার ট্রেন ছুটবে মার্চ মাস থেকে। অবসান হবে দীর্ঘ অপেক্ষার। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ৩১৩ মিটার দীর্ঘ এই রেল সেতু মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ জংশনের সংযোগস্থল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। পাথর নিয়ে একটি মালগাড়িকেও এই রেল ব্রিজ দিয়ে যেতে দেখা গেল সম্প্রতি।

img 20240218 150032 800x445

২০০৪ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব শিল্যান্যাস করেন এই রেল সেতুর। তারপর সেতুর কাজ শুরু হয় ২০০৬ সালে। নশিপুর রেল ব্রিজের কাজ ২০১০ সালের দিকে আটকে যায়। তারপর দীর্ঘ টালবাহানার পর ২০২৪ এ এল সেই ক্ষণ। অবশেষে উদ্বোধন হতে চলেছে এই রেলসেতুর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X