বিয়ের মরশুমে গ্রাহকদের মুখে হাসি! ফের সস্তা হল সোনা, দাম কমল রুপোরও, জানুন সর্বশেষ দর

বাংলা হান্ট ডেস্ক: ফের সামনে এল বড়সড় সুখবর! মূলত, বিয়ের এই মরশুমে আবারও কমল সোনার দাম (Gold Price)। মঙ্গলবার ভারতীয় বুলিয়ন বাজারে সোনা এবং রুপো সস্তা হয়েছে। এদিকে, দামে এই পতনের জেরে বর্তমানে জাতীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬১,৯৯০ টাকা। যেখানে ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম হল ৭০,৮০২ টাকা।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (India Bullion & Jewellers Association Ltd) মতে, গত সোমবার সন্ধ্যায় ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৬২,০১৭ টাকা। যা আজ সকালে ৬১,৯৯০ টাকায় নেমে এসেছে। একইভাবে বিশুদ্ধতার ভিত্তিতে সোনা ও রুপো উভয় সস্তা হয়েছে।

The price of gold and silver fell again during the wedding season

পিওরিটির ভিত্তিতে সোনা-রুপোর দাম: অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুযায়ী, আজ সকালে ৯৯৫ পিওরিটিযুক্ত ১০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৬১,৭৪২ টাকা। একই সময়ে, ৯১৬ (২২ ক্যারেট) পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম আজ ৫৬,৭৮৩ টাকা হয়েছে। এছাড়াও, ৭৫০ পিওরিটির (১৮ ক্যারেট) সোনার দাম নেমে এসেছে ৪৬,৪৯৩ টাকায়। এদিকে, ৫৮৫ পিওরিটির (১৪ ক্যারেট) সোনা আজ সস্তা হয়ে দাঁড়িয়েছে ৩৬,২৬৪ টাকায়। এছাড়া ৯৯৯ পিওরিটির ১ কেজি রুপোর দাম হল ৭০,৮০২ টাকা।

আরও পড়ুন: ৩০ বছর বয়সে ছেড়েছেন মোটা বেতনের চাকরি! ব্যবসা শুরু করে ১০০ কোটির কোম্পানি দাঁড় করিয়েছেন অহনা

মিসড কলের মাধ্যমে জেনে নিন সোনা ও রুপোর দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটি ছাড়া শনি এবং রবিবারও IBJA দ্বারা সোনার দর জারি করা হয় না। এমতাবস্থায়, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গহনার খুচরো রেট জানতে, আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যেই SMS-এর মাধ্যমে আপনাকে দাম জানিয়ে দেওয়া হবে। এছাড়াও, আপনি ক্রমাগত আপডেটের জন্য www.ibja.co বা ibjarates.com চেক করতে পারেন।

আরও পড়ুন: রসুনের পর এবার পেঁয়াজ কিনতে গিয়ে পকেট গরম হচ্ছে আমজনতার! হু হু করে বাড়ছে দাম

এছাড়া জানিয়ে রাখি যে, IBJA দ্বারা প্রকাশিত দামগুলি বিভিন্ন বিশুদ্ধতার সোনার স্ট্যান্ডার্ড মূল্য সম্পর্কে তথ্য প্রদান করে। এই সব দামে ট্যাক্স এবং মেকিং চার্জ যুক্ত থাকে না। IBJA দ্বারা জারি করা রেটগুলি সারা দেশে প্রযোজ্য। তবে তাদের দামের মধ্যে GST অন্তর্ভুক্ত নয়। এমতাবস্থায়, গহনা কেনার সময়, সোনা বা রুপোর দাম বেশি হয়। কারণ সেখানে কর অন্তর্ভুক্ত থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর