৩০ বছর বয়সে ছেড়েছেন মোটা বেতনের চাকরি! ব্যবসা শুরু করে ১০০ কোটির কোম্পানি দাঁড় করিয়েছেন অহনা

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই মনে করেন যে, ব্যবসা (Business) করা হয়তো অত্যন্ত সহজ। কিন্তু, সঠিকভাবে ব্যবসা পরিচালিত করে সফল (Success) হওয়ার বিষয়টি আদৌ সোজা নয়। বরং, এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আর সেই কারণেই অনেকে ব্যবসা শুরু করেও সফল হতে পারেন না। যদিও কিছু জন আবার রয়েছেন যাঁরা উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেওয়ার পরে কোম্পানি খুলে ব্যবসায়িক ক্ষেত্রে এক নজির তৈরি করেছেন। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব।

মূলত, আজ আমরা আপনাদের সাথে অহনা গৌতমের পরিচয় করাবো। যিনি মাত্র ৩০ বছর বয়সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যেই ১০০ কোটি টাকার টার্নওভার সহ একটি স্টার্টআপ কোম্পানি দাঁড় করিয়েছেন। জানিয়ে রাখি যে, অহনা রাজস্থানের ভরতপুরের বাসিন্দা। তিনি ২০১০ সালে IIT Bombay থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি অর্জন করেন।

Ahana started a business and built a company worth 100 crores

এরপর তিনি আরও পড়াশোনার জন্য আমেরিকায় যান। সেখানে তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হন এবং MBA শেষ করেন। এরপর আমেরিকাতেই কাজ শুরু করেন অহনা। তবে, তিনি সবসময় নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন। এই ভেবে তিনি আমেরিকা থেকে ভারতে আসার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: রসুনের পর এবার পেঁয়াজ কিনতে গিয়ে পকেট গরম হচ্ছে আমজনতার! হু হু করে বাড়ছে দাম

এইভাবে শুরু হল সফর: জানিয়ে রাখি যে, অহনার কেরিয়ার শুরু হয়েছিল Procter & Gamble তথা P&G-র মাধ্যমে। পরে তিনি জেনারেল মিলস এবং ফক্স স্টুডিওতেও কাজ করেন। একসময় অহনার ওজন অত্যন্ত বেশি ছিল। তিনি আমেরিকায় একটি হোল ফুডস স্টোর পরিদর্শন করার পরে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। অহনা তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত একটি স্টার্টআপ শুরু করবেন।

আরও পড়ুন: গ্রাহকদের একটি বড় অংশ অবশ্যই মিলবে! Paytm-এর সঙ্কটের মধ্যেই ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া PhonePe-র CEO-র

২০১৯ সালে শুরু হয় স্টার্টআপ: এমতাবস্থায়, ২০১৯ সালে অহনা তাঁর নিজের স্টার্টআপ “ওপেন সিক্রেট” শুরু করেছিলেন। যেটি মূলত, স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি এবং বিক্রি করে। “ওপেন সিক্রেট” বর্তমানে অত্যন্ত সফল হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র তিন বছরের মধ্যে এটি ১০০ কোটি টাকার টার্নওভার বিশিষ্ট একটি কোম্পানিতে পরিণত হয়। আর এইভাবেই অহনা গৌতম তরুণ উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তিনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং সদিচ্ছার মাধ্যমে যেকোনো কিছু অর্জন করা যায়। উল্লেখ্য যে, অহনা ইতিমধ্যেই একাধিক পুরস্কার ও সম্মানও পেয়েছেন। তিনি Forbes India 30 Under 30, ET 40 Under 40 সহ Business Today 40 Under 40 তালিকাতেও জায়গা করে নিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর