Natasha Stancovic: বিচ্ছেদের পরেই ফের প্রেম, হার্দিকের নতুন সম্পর্কের গুঞ্জনের মাঝেই কামব্যাক নাতাশার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই দেশ ছেড়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ (Natasha Stancovic)। ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন নিজের বাড়ি সার্বিয়ায়। এদিকে বিচ্ছেদের পরেই হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার। দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছেন বলেও শোনা গিয়েছে। এর মাঝেই এবার ভারতে ফিরলেন নাতাশা (Natasha Stancovic)।

দেশে ফিরলেন নাতাশা (Natasha Stancovic)

সোমবার মুম্বই এসে পৌঁছেছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মুম্বই এর বৃষ্টি উপভোগ করার কথা জানিয়েছেন তিনি। রবিবার ভারতে আসার সময়ে বিমানে বসেও একটি ছবি শেয়ার করেছিলেন নাতাশা (Natasha Stancovic)। তবে তিনি একাই এসেছেন নাকি ছেলে অগ্যস্তকে সঙ্গে করে নিয়ে এসেছেন তা এখনো স্পষ্ট নয়। হঠাৎ তাঁর ভারতে আসার কারণ কী তাও জানা যায়নি।

আরো পড়ুন : Elon Musk: ‘এই সরকারে খুশি নয় মানুষ’, ব্রাজিলে এক্স বন্ধ হতেই খোঁচা এলন মাস্কের

আলাদা থাকছেন হার্দিক নাতাশা

গত জুলাই মাসেই বিচ্ছেদ ঘোষণা করেছেন নাতাশা (Natasha Stancovic) এবং হার্দিক। বেশ কিছুদিন ধরেই নাতাশা এবং হার্দিকের মধ্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে। শেষমেষ বিশ্বকাপের পরেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা করেন হার্দিক নাতাশা। নাতাশা নাকি নিজের ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, হার্দিক বড়ই আত্মকেন্দ্রিক। তাঁর এই স্বভাবই নাকি দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি হার্দিক বা নাতাশা (Natasha Stancovic) কেউই।

আরো পড়ুন : Farmer: সঙ্গীতপ্রেমী কেঁচো! গান শুনিয়েই চাষের কাজে বাজিমাত, কৃষকের কাণ্ডে হাঁ বিজ্ঞানীরা

অন্যদিকে বিচ্ছেদের পরেই একাধিক নারীর সঙ্গে নাম জড়াতে শুরু করেছে হার্দিকের। প্রথমে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে নাম জড়ায় তাঁর। অনন্ত অম্বানির বিয়েতে দুজনের নাচ নেটিজেনদের চোখ এড়ায়নি। তবে এ বিষয়ে আর বিশেষ কিছু শোনা যায়নি।

Natasha Stankovic

সম্প্রতি ব্রিটিশ গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিকের (Hardik Pandya) সম্পর্ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তাঁরা একসঙ্গে ছুটি কাটিয়েছেন বলে জল্পনা শোনা যাচ্ছে। একসঙ্গে বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে দুজনের। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হার্দিক বা জ্যাসমিন। এর মাঝেই হঠাৎ দেশে আগমন নাতাশার।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X