এবার মহাকাশে পাড়ি দেবে সাপ! প্রাণের সন্ধানে শনির চাঁদ এনসেলাদুস অভিযানে নামছে নাসা

বাংলা হান্ট ডেস্ক : পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব আছে? এই নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক মিশন পাঠিয়েছে পৃথিবীবাসী। কিন্তু তাতেও কোনো সুখবর আসেনি। তা বলে হাল ছেড়ে দেননি বিজ্ঞানীরা। তাঁরা চেষ্টার পর চেষ্টা করেই চলেছেন, পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান পেতে। এবার সেই লক্ষ্যে নাসা (National Aeronautics and Space Administration) একটি সাপের মতো রোবট শনি গ্রহে পাঠানোর জন্য পরীক্ষা করছে।

সূত্রের খবর, এই রোবট বেশ সাপটি তৈরী করছেন, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ফর স্পেস মিশন। এই রোবটিক সাপটির নাম দেওয়া হয়েছে দ্য এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার (Exobiology Extant Life Surveyor) বা ইইএলএস (EELS)। এটি তৈরী হয়ে গেলে এটিকে পাঠানো হবে, শনির চাঁদ এনসেলাদুসে (Enciladus)।

যদিও এই রোবটটি এখনও পরীক্ষা ও উন্নয়নের মধ্যে দিয়ে চলছে, গবেষকরা আসা করছেন এটি খুব শীঘ্রই স্বাধীনভাবে শনির চাঁদ এনসেলাদুসে পৌঁছে যাবে। এটিকে এমন ভাবে তৈরী করা হচ্ছে যেখানে অন্য রোবট পৌঁছতে পারতোনা সেখান পর্যন্ত এটি পৌঁছবে।

নাসার তৈরী রোবটটির দৈর্ঘ্য ১৬ ফুট এবং এর ওজন ২২০ পাউন্ড। এখনও পর্যন্ত এটিকে নিয়ে ভিন্ন ভিন্ন পরিবেশে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। রোবটটি সাপের আকারে তৈরী হচ্ছে, আর এই সাপের মাথায় একটি উন্নত মানের ক্যামেরা বসানো থাকবে। যার সাহায্যে আশেপাশের চিত্রগুলি পৃথিবীতে থাকা গবেষকদের কাছে পাঠানো সহজ হবে। এছাড়াও শরীরের আশেপাশে অন্যান্য যন্ত্রপাতি যুক্ত করা হবে, যার সাহায্যে সেখানকার বিদ্যুৎ প্রবাহ,তাপমাত্রাসহ অন্যান্য বৈজ্ঞানিক ডেটা সংগ্রহ করা সম্ভব হবে।

eels illustration enceladus original 644050e4b4483 (1)

এই রোবটটিকে কখন এনসেলাদুসে পাঠানো হবে, সে বিষয় নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই প্রকল্পটির উপব্যবস্থাপক র‍্যাচেল ইথারেজ (Rachel Etheredge) বলেছেন, ‘আমরা প্রকল্পটির প্রথম দিকে রয়েছি, আমরা আশা করছি আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হবে’। এই রোবোটিক সাপটির এনসেলাদুসে পৌঁছতে সময় লাগবে প্রায় ১২ বছর। তবে যদি এটি সেখানে পৌঁছতে সক্ষম হয় তাহলে এটি বরফের স্তর ভেদ করে সমুদ্রে ঢুকতে মাত্রা কয়েকদিন লাগবে।

সম্পর্কিত খবর