খুচরো বাজারে কমতে চলেছে চালের দাম, স্বস্তি ফিরবে হেঁশেলে! বড় পদক্ষেপ মোদী সরকারের

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার আম জনতার সহায় হল মোদী সরকার। মূল্যবৃদ্ধির দিনে খাদ্যদ্রব্যের দাম নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতীয় বাজারে বাসমতী চালের পাশাপাশি বাকি সব ধরণের চালের দামই (Rice Price) কমাতে হবে। সেই সাথে বলা হয়েছে, ‘ম্যাক্সিমাম রিটেল প্রাইজ’-র (MRP) থেকেও বেশি টাকায় চাল বিক্রির যে ঘটনা ঘটছে, সেটাও নজরে আনতে হবে।

এইদিন চালের দাম কমানোর প্রসঙ্গে জন্য চাল প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় খাদ্য দফতরের সচিব সঞ্জীব চোপড়া। তারপরেই কেন্দ্র জানিয়েছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাতে পর্যাপ্ত পরিমাণে চাল থাকলেও ঘরোয়া বাজারে দাম বেড়েই চলেছে। দ্রুত এই দাম কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এইদিনের বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারীর পর গত দুই বছরে ভারতে চালের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১২ শতাংশের আসেপাশে। এবং এই হারে দাম বৃদ্ধি পেতে থাকলে তা আম জনতার জন্য সত্যিই সমস্যার। এবং সাধারণ মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেই ব্যবস্থা করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সেই সাথে কেন্দ্র এটাও জানাচ্ছে, আগামী দিনে চালের দাম কমবে বলেই আশাবাদী তারা।

rice prices

এই প্রসঙ্গে বুধবার লোকসভায় কেন্দ্র জানিয়েছে, ঘরোয়া বাজারে তো বটেই সেই সাথে বিশ্ব বাজারে চালের দামের গতিপ্রকৃতির উপরেও নজর রাখা হচ্ছে। চালের দাম প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ‘প্রতি সপ্তাহে ঘরোয়া বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চালের কী অবস্থা হচ্ছে, সেদিকে নজর রাখছে সরকার। অনুকূল পরিস্থিতি তৈরি হলে বিশ্বব্যাপী চাল ব্যবসায় নিজেদের অংশীদারিত্ব বাড়ানো হতে পারে।’ উল্লেখ্য, দেশীয় বাজারে চালের দাম বৃদ্ধি কমাতে বাসমতি নয়, সাধারণ চালের রপ্তানি বন্ধ করেছে সরকার।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর