তিন তিনবারের জাতীয় পুরস্কার বিজেতা, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী সুরেখা সিক্রি

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি (surekha sikri)। হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন মুম্বইতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিনেত্রী। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রখ‍্যাত অভিনেত্রীর মৃত‍্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন সুরেখা সিক্রি। ২০১৮ ও ২০২০ তে দু দুবার ব্রেন স্ট্রোক হয় তাঁর। অভিনেত্রীর ম‍্যানেজার সংবাদ মাধ‍্যমে তাঁর মৃত‍্যুর খবর নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। দ্বিতীয় ব্রেন স্ট্রোকের পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। তাঁর পরিবার এই সময় ব‍্যক্তিগত সময় প্রার্থনা করেছেন।

Surekha Sikri 1 1280x720 1
বলিউডে শোকের কালো ছায়া নেমেছে সুরেখা সিক্রির মৃত‍্যুতে। শোকপ্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, পূজা ভাট, দিব‍্যেন্দু ও দিব‍্যা দত্ত। দিল্লির মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটারে শোকপ্রকাশ করে টুইট করেছেন, ‘বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি জির প্রয়াণে সমবেদনা জানাই। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক।’

দীর্ঘ অভিনয় জীবনে থিয়েটার, বড়পর্দা ও ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সুরেখা সিক্রি। ১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। সহ অভিনেত্রীর চরিত্রের জন‍্য তিন তিনবার জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। ১৯৮৮ তে তামাস, ১৯৯৫ তে মাম্মো এবং ২০১৮ তে বধাই হো ছবির জন‍্য জাতীয় পুরস্কার পান সুরেখা সিক্রি।

ছোটপর্দাতেও একই রকম দাপট ছিল অভিনেত্রীর। বালিকা বধু সিরিয়ালের কল‍্যাণী দেবী চরিত্রের জন‍্য তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০০৮ এ সিরিয়ালের শুরু থেকে ২০১৬ তে শেষ পর্যন্ত সিরিয়ালের অংশ ছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ঘোস্ট স্টোরিজ’এ।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর