বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে আজ সারম্বরে ৭২ তম গণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এর সাথে সাথে দিল্লীর রাজপথে প্যারেডও হবে আজ। লাদাখের উঁচু পর্বতের শৃঙ্গে মোতায়েন ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা গণতন্ত্র দিবস পালন করেন।
भारत माता की जय !
वन्दे मातरम…Indo-Tibetan Border Police (ITBP) men and women with national flag at Ladakh heights celebrating #Republic Day 2021 at 17,000 feet. Temperature is minus 25 degree Celsius.#RepublicDay2021 #RepublicDay #RepublicDayIndia pic.twitter.com/dCw5HoE6FR
— ITBP (@ITBP_official) January 26, 2021
ITBP এর জওয়ানরা লাদাখে বরফে জমে যাওয়া ঝিলের উপর হাতে তিরঙ্গা নিয়ে মার্চ করে।
ITBP এর জওয়ানরা চীন লাগোয়া সীমান্তের সুরক্ষার জন্য খুবই দুর্গম সেনা পোস্টে মোতায়েন আছে। আজ সেখানেও গণতন্ত্র দিবস পালিত হয়।
ITBP জওয়ানদের মধ্যে মহিলা জওয়ানরাও আছেন। মহিলা জওয়ানরাও হাড় কাঁপানো ঠাণ্ডায় গণতন্ত্র দিবস পালন করছে।
লাদাখের দুর্গম স্থানে তিরঙ্গা মার্চ করে ITBP এর জওয়ানরা।
লাদাখের ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা ঝিল ঠাণ্ডায় জমে গিয়েছে। সেই ঝিলের উপরেই ITBP এর জওয়ানরা তিরঙ্গা মার্চ বের করে গণতন্ত্র দিবস পালন করেন।