বাংলাহান্ট ডেস্ক:- ভারতের উচ্চশিক্ষার মানচিত্রে ফের উজ্জ্বল হয়ে উঠল পশ্চিমবঙ্গের নাম। ২০২৫ সালের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (National Institutional Ranking Framework) প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক, যেখানে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের প্রমাণ করল তার একচ্ছত্র দাপট। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের সেরা হিসেবে স্থান পেয়েছে যাদবপুর। পাশাপাশি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ১৮ তম। অপরদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে ১৫ তম স্থানে, তবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় তার স্থান ৩৯ তম।
তালিকা প্রকাশ NIRF- এর (National Institutional Ranking Framework)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের (National Institutional Ranking Framework) প্রকাশিত তালিকায় রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু রাজ্য নয়, গোটা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নবম স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক তালিকায় যাদবপুর রয়েছে ১৮ তম স্থানে। বাংলার আরও একটি গর্বের নাম আইআইটি খড়গপুর। দেশের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্রমতালিকায় এই প্রতিষ্ঠান রয়েছে ষষ্ঠ স্থানে। ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় খড়গপুর আইআইটি রয়েছে পঞ্চম স্থানে। পাশাপাশি আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয়, গবেষণা সংস্থার তালিকায় পঞ্চম এবং ইনোভেশন র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। ফলে একাধিক বিভাগে তাদের সাফল্য নজর কেড়েছে।
আরও পড়ুন:- ট্রাম্প বলেছিলেন “মৃত অর্থনীতি”, অথচ ভারতই বিনিয়োগের জন্য “বেস্ট প্লেস”, মানছে আমেরিকা
সেরা কলেজের (National Institutional Ranking Framework) তালিকাতেও বাংলার সাফল্য ধরা পড়েছে। কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রয়েছে ৬ নম্বরে। একই তালিকার অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এছাড়াও আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগের চতুর্থ স্থানে রয়েছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আইন শিক্ষার ক্ষেত্রে দেশের চতুর্থ স্থানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কলকাতার আইআইএম বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রয়েছে সপ্তম স্থানে। ফলে একাধিক ক্ষেত্রে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি জাতীয় স্তরে নিজেদের প্রমাণ করেছে।
অন্যদিকে দেশের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের (National Institutional Ranking Framework) তালিকায় প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বোম্বে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথমে রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু, দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সামগ্রিক তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন:- ব্রহ্মসের আঘাতে গুঁড়িয়ে যাওয়া ঘাঁটি ফের গড়ছে পাকিস্তান! নতুন কোন ছক কষছে পড়শি দেশ?
শিক্ষামন্ত্রকের (National Institutional Ranking Framework) এই র্যাঙ্কিং প্রকাশের পর বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ফের একবার জাতীয় মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠেছে। একদিকে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইটি খড়গপুর একাধিক ক্ষেত্রে সাফল্যের নজির গড়েছে, অন্যদিকে কলকাতার কলেজগুলিও দেশের শীর্ষ তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার মানোন্নয়নে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে একটি শক্ত অবস্থান তৈরি করছে।