বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই নিজেই আয়ের কিছু অংশ সঞ্চয় করেন। পাশাপাশি এমন কিছু জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে টাকা নিরাপদ থাকবে। এবং ভালো রিটার্ন পাবে। এছাড়াও বাচ্চাদের উন্নত ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় করেন মা-বাবা। এই সঞ্চয়ে বাজারে অনেক রকমের বিকল্প রয়েছে। তবে নিশ্চিত রিটার্নসহ একটি বিকল্প হিসেবে পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় শংসাপত্র NSC (National Savings Scheme) একটু ভালো অপশন। এটিতে আপনি ভাল রিটার্নের পাশাপাশি পাবেন আয়কর ছাড়। আপনি যদি আপনার সন্তানের জন্য সহজেই NSC (National Savings Scheme) অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি প্রতিবছর বিনিয়োগের সুযোগও পাবেন। এছাড়াও এই স্কিমের ফলে আপনার সন্তানের উচ্চ শিক্ষার সময় এই টাকা কাজে লাগবে।
NSC সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নিন (National Savings Scheme)
বাচ্চাদের উন্নতি ও ভবিষ্যতের জন্য টাকা জমানোর নির্ভরযোগ্য জায়গা পোস্ট অফিস (Post Office)। যদিও বা বাজারে বহু বিকল্প রয়েছে টাকা জমানোর ক্ষেত্রে। কিন্তু নিশ্চিত রিটার্নসহ একটি বিকল্প হিসেবে পোস্ট অফিসের জাতীয় সঞ্চয় সংশয় পত্র (National Savings Scheme) অন্যতম অপশন। এখানে আপনি আপনার সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। যা ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি নিয়োগ করতে পারবেন।
এই অ্যাকাউন্ট কারা খুলতে পারবে?
শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে পোস্ট অফিসে (Post Officce) এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টের সর্বোচ্চ তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌথভাবে অ্যাকাউন্টটি (Account) খুলতে পারবেন। এছাড়াও একজন অভিভাবক নাবালকের জন্য একটু অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি দশ বছর বা তার বেশি বয়সী একজন নাবালক তার নিজের নামেও এই অ্যাকাউন্টটি (Account) খুলতে পারে।
আরও পড়ুন: মাসের শুরুতেই বাড়ল হলুদ ধাতুর দর! মঙ্গলবার কত হল সোনার দাম? দেখে নিন আজকের রেট
ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ও করের ছাড় কত হবে?
জাতীয় সঞ্চয় সংশয় পত্র সার্টিফিকেট অ্যাকাউন্টের বিনিয়োগের সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। তারপরে ১০০ টাকার গুনিতকে যেকোনো পরিমাণ টাকা জমা করা যেতে পারে। তবে এতে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। অথবা আপনি আপনার ইচ্ছেমত টাকা বিনিয়োগ করতে পারেন।
স্কিমটি ম্যাচিউর কখন হবে?
জমা দেওয়ার মেয়াদ পুর্তি হবে জমা দেওয়ার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার পর। অতএব প্রতিবছরের শেষে সুদ জমা দিতে হবে পাশাপাশি প্রথম চার বছরের সুদ পুনঃবিনিয়োগকৃত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সার্টিফিকেটের মূল্যের পরিমাণ যোগ করা হবে। আপনি চাইলে বছর শেষে সঞ্চিতা সুদের একটি সার্টিফিকেট অনুরোধ ভিত্তিতে পোস্ট অফিস থেকে পেয়ে যাবেন।
সুদের সঙ্গে নিশ্চিত রিটার্ন কত পাবেন?
এই স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশ বার্ষিক সুদ পাবেন। পাশাপাশি এতে বিনিয়োগের ওপর রিটেনের হিসেবটা চলুন বুঝে নেওয়া যাক। ধরুন আপনি যদি ১০০০০ টাকার বিনিয়োগ করেন, তাহলে আপনি মেয়াদ পূর্তিতে সুদ হিসাবে ৪৪৯০ টাকা রিটার্নে পাবেন।