প্রকাশ্য রাস্তায় জাতীয় স্তরের ভারতীয় খেলোয়াড়কে গুলি করে খুন, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটি বড় দুঃসংবাদ। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া এবং তার ভাই সুরজ দাহিয়া। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন তাদের মা ধনপতিও আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে সোনিপত এলাকার হালালপুর গ্রামে।

হালালপুর গ্রামেই পালোয়ান সুশীল কুমারের নামে একটি অ্যাকাডেমি রয়েছে। এই অ্যাকাডেমিতেই প্র্যাকটিস করছেন কুস্তিগীর নিশা দাহিয়া। সেই অ্যাকাডেমীর সামনেই অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতী নিশা তার ভাই সুরাজ এবং তার মা ধনপতির উপর গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুস্তিগীর নিশা দাহিয়া এবং তার ভাই সুরোজ দাহিয়ার। তার মা ধনপতিকে অবশ্য আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রোহতকের পিজিআই হাসপাতালে।

তবে তার অবস্থাও যথেষ্ট সঙ্কটজনক বলে জানা গিয়েছে। হঠাৎ কেন কি ধরনের হামলা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত ভার রয়েছে স্থানীয় সোনিপত থানার পুলিশের হাতেই। ইতিমধ্যেই নিশা এবং তার ভাই সুরজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর নাগাদ।

nisha dahiya 0

ঘটনার পর অনেকেরই রাগ গিয়ে পড়েছে সুশীল কুমারের অ্যাকাডেমির উপর। প্রচুর মানুষ এই অ্যাকাডেমির সামনে জড়ো হয়েছেন এবং আখরার একটি অংশ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও খবর মিলেছে। যদিও এ ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত সে সম্পর্কে কোন সুত্র এখনও সামনে আসেনি। তবে অনেকেই মনে করছেন এক্ষেত্রে হাত থাকতে পারে তার কোচ পবনের। যদিও এ বিষয়ে কোন পোক্ত প্রমাণ নেই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর